নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে উঠেছে ওই নারীর মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার ভাটিতে আদর্শ বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ফুপাতো ভাই ওসমান গনি।
উদ্ধার হওয়া মরদেহটি গৃহবধূ নালো বেগমের (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদের তীরবর্তী তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। গত সোমবার সকালে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট বোনের বাড়ি ঘুরে মুড়িয়ার পূর্ব ঘাট থেকে অতিরিক্ত মালবোঝাই একটি নৌকায় দুধকুমার নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছু দূর গিয়ে মালামাল, যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
আবেদ আলী আরও বলেন, ‘অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে ওই দিন বেলা আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।’
নালো বেগমের ফুপাতো ভাই ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে দুধকুমারের ভাটিতে, আদর্শ বাজার এলাকায় ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, ভাসমান মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে উঠেছে ওই নারীর মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার ভাটিতে আদর্শ বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ফুপাতো ভাই ওসমান গনি।
উদ্ধার হওয়া মরদেহটি গৃহবধূ নালো বেগমের (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদের তীরবর্তী তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। গত সোমবার সকালে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট বোনের বাড়ি ঘুরে মুড়িয়ার পূর্ব ঘাট থেকে অতিরিক্ত মালবোঝাই একটি নৌকায় দুধকুমার নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছু দূর গিয়ে মালামাল, যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
আবেদ আলী আরও বলেন, ‘অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে ওই দিন বেলা আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।’
নালো বেগমের ফুপাতো ভাই ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে দুধকুমারের ভাটিতে, আদর্শ বাজার এলাকায় ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, ভাসমান মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২২ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৯ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে