ঠাকুরগাঁও প্রতিনিধি
সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে কোনো ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে জ্বালানি তেল পেট্রলের সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানেও মিলছে না পেট্রল সরবরাহ। এতে গ্রাহকেরা পড়েছেন বিপাকে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ। পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পগুলোতে পলিথিন দিয়ে মুড়িয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পেট্রল না পেয়ে অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আবার অনেকে বেশি দরে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পেট্রলচালিত মোটরসাইকেল, জেনারেটর, কার-মাইক্রোবাস ব্যবহারকারীরা।
ঠাকুরগাঁও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক বলেন, ‘জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬। এই স্টেশনগুলোতে দৈনিক পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এর মধ্যে পেট্রল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার এবং ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। এখন জেলায় প্রায় ১৪ হাজার লিটার পেট্রল কম সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে এই সংকট, সেটিও স্পষ্ট জানা নেই, যার কারণে এই সংকট তৈরি হয়েছে।’
মেসার্স সুপ্রিয় ফিলিং স্টেশনের ম্যানেজার কবিরুল বলেন, ‘জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদে ব্যবসা ভালো হয়নি। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি।’
বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে পেট্রল শেষ হয়ে গেছে। এতে অকটেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং দ্রুত শেষ হয়ে গেছে। এখন অকটেন সরবরাহও বন্ধ রেখেছি।’
পেট্রল নিতে আসা খায়রুল কবির নামে এক এনজিও কর্মী বলেন, চাকরির কারণে প্রতিদিন তাঁকে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। ঠাকুরগাঁওয়ের পেট্রল পাম্পে গত এক সপ্তাহ ধরে তিনি কোনো ধরনের পেট্রল পাননি, যে কারণে অকটেন ব্যবহার করছেন। সেটিও এখন বন্ধ হওয়ার পথে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তেল সংকটের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে কোনো ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে জ্বালানি তেল পেট্রলের সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানেও মিলছে না পেট্রল সরবরাহ। এতে গ্রাহকেরা পড়েছেন বিপাকে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ। পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পগুলোতে পলিথিন দিয়ে মুড়িয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পেট্রল না পেয়ে অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আবার অনেকে বেশি দরে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পেট্রলচালিত মোটরসাইকেল, জেনারেটর, কার-মাইক্রোবাস ব্যবহারকারীরা।
ঠাকুরগাঁও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক বলেন, ‘জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬। এই স্টেশনগুলোতে দৈনিক পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এর মধ্যে পেট্রল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার এবং ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। এখন জেলায় প্রায় ১৪ হাজার লিটার পেট্রল কম সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে এই সংকট, সেটিও স্পষ্ট জানা নেই, যার কারণে এই সংকট তৈরি হয়েছে।’
মেসার্স সুপ্রিয় ফিলিং স্টেশনের ম্যানেজার কবিরুল বলেন, ‘জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদে ব্যবসা ভালো হয়নি। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি।’
বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে পেট্রল শেষ হয়ে গেছে। এতে অকটেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং দ্রুত শেষ হয়ে গেছে। এখন অকটেন সরবরাহও বন্ধ রেখেছি।’
পেট্রল নিতে আসা খায়রুল কবির নামে এক এনজিও কর্মী বলেন, চাকরির কারণে প্রতিদিন তাঁকে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। ঠাকুরগাঁওয়ের পেট্রল পাম্পে গত এক সপ্তাহ ধরে তিনি কোনো ধরনের পেট্রল পাননি, যে কারণে অকটেন ব্যবহার করছেন। সেটিও এখন বন্ধ হওয়ার পথে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তেল সংকটের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৫ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৫ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে