প্রতিনিধি, নীলফামারী
নীলফামারী চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে ভারত থেকে ৩০টি ওয়াগনে ১ হাজার ৭০২ টন কালো পাথর (ব্লাকস্টন) আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওয়াগনগুলো নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায়। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।
চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এর আগে ১ আগস্ট বিকেলে এ রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ টন এবং ৫ আগস্ট ১৯টি ওয়াগনে ১ হাজার ১২২ টন সাদা নুড়ি পাথর এসেছিল। দুই দফায় দিনাজপুর হিলির খান অ্যান্ড সন্স ওই পাথরগুলো আমদানি করেছিল। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়।
স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেলে তৃতীয় দফায় ভারত থেকে আসা ওই পাথরগুলো আমদানি করেছে রাজশাহীর সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। এগুলো নীলফামারীর সৈয়দপুরে নিয়ে খালাস করা হয়।
উল্লেখ্য, চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। ৫৬ বছর পর পুনরায় রেললাইন স্থাপনের মাধ্যমে রুটটি চালু হওয়ার পর এই পথ দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। এতে ভারত থেকে পাথর, গম, চাল ও ভুট্টা আমদানিতে সময় ও পরিবহন ব্যয় সাশ্রয় হচ্ছে।
নীলফামারী চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে ভারত থেকে ৩০টি ওয়াগনে ১ হাজার ৭০২ টন কালো পাথর (ব্লাকস্টন) আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওয়াগনগুলো নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায়। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।
চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এর আগে ১ আগস্ট বিকেলে এ রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ টন এবং ৫ আগস্ট ১৯টি ওয়াগনে ১ হাজার ১২২ টন সাদা নুড়ি পাথর এসেছিল। দুই দফায় দিনাজপুর হিলির খান অ্যান্ড সন্স ওই পাথরগুলো আমদানি করেছিল। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়।
স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেলে তৃতীয় দফায় ভারত থেকে আসা ওই পাথরগুলো আমদানি করেছে রাজশাহীর সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। এগুলো নীলফামারীর সৈয়দপুরে নিয়ে খালাস করা হয়।
উল্লেখ্য, চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। ৫৬ বছর পর পুনরায় রেললাইন স্থাপনের মাধ্যমে রুটটি চালু হওয়ার পর এই পথ দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। এতে ভারত থেকে পাথর, গম, চাল ও ভুট্টা আমদানিতে সময় ও পরিবহন ব্যয় সাশ্রয় হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৭ মিনিট আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
১৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০ মিনিট আগেবিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা
৪০ মিনিট আগে