বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আর কয়েক সপ্তাহ পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। চলছে রং-তুলির কাজ।
গত বছর পূজায় জমজমাট আয়োজন করতে না পারলেও এ বছর লকডাউন শিথিল থাকায় অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত বছর বোদা উপজেলায় ৮৮টি মণ্ডপ থাকলেও এবার ৯৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। বোদা পৌরসভায় ছয়টি মণ্ডপ সাজানো হয়েছে। নিজেদের মণ্ডপ সাজাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আয়োজকেরা। কার প্রতিমা কত ভালো হবে, তা নিয়ে চলছে জোর চেষ্টা।
শুধু প্রতিমা তৈরিতে পূজা উদ্যাপন কমিটি সন্তুষ্ট নয়, মণ্ডপের চারদিক আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাগানো হচ্ছে বাহারি লাইটিং।
বোদা বাজার গোবিন্দ জিঁ মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু পরেশ চন্দ্র বর্মণ বলেন, `দুর্গা মাকে বরণ ও বিদায় জানাতে আমরা প্রস্তুত। সবকিছু স্বাভাবিক থাকলে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করা হবে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।'
বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মোমিন জানান, গত বছর ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। তবে এ বছর এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, `আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। পূজা শুরু হলেই আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে।'
আর কয়েক সপ্তাহ পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। চলছে রং-তুলির কাজ।
গত বছর পূজায় জমজমাট আয়োজন করতে না পারলেও এ বছর লকডাউন শিথিল থাকায় অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত বছর বোদা উপজেলায় ৮৮টি মণ্ডপ থাকলেও এবার ৯৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। বোদা পৌরসভায় ছয়টি মণ্ডপ সাজানো হয়েছে। নিজেদের মণ্ডপ সাজাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আয়োজকেরা। কার প্রতিমা কত ভালো হবে, তা নিয়ে চলছে জোর চেষ্টা।
শুধু প্রতিমা তৈরিতে পূজা উদ্যাপন কমিটি সন্তুষ্ট নয়, মণ্ডপের চারদিক আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাগানো হচ্ছে বাহারি লাইটিং।
বোদা বাজার গোবিন্দ জিঁ মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু পরেশ চন্দ্র বর্মণ বলেন, `দুর্গা মাকে বরণ ও বিদায় জানাতে আমরা প্রস্তুত। সবকিছু স্বাভাবিক থাকলে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করা হবে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।'
বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মোমিন জানান, গত বছর ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। তবে এ বছর এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, `আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। পূজা শুরু হলেই আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে।'
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২২ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৪ মিনিট আগে