নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান।
আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান।
আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে