কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর শার্টের কলার চেপে ধরে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই রোগী তাঁর পাশের অপরিচ্ছন্ন বেড আগে পরিষ্কার করার আবেদন জানিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ সময় ওই রোগীর ভর্তি বাতিল করা হলে তিনি হাসপাতাল ছেড়ে যান।
এ ঘটনায় ওই চিকিৎসকের বিচার দাবিতে রোগীর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্স বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
তবে অভিযুক্ত চিকিৎসকের বরাতে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাদানুবাদ হলেও রোগীকে ধাক্কা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
হাসপাতাল ও রোগী সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেন নামের এক রোগী আন্তবিভাগে ভর্তি ছিলেন। তিনি পাশের বেডের অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত বিছানার স্থান পরিষ্কারের বিষয়ে ওই বিভাগে রাউন্ড দিতে আসা চিকিৎসকের কাছে দাবি জানান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বায়োজিদ হাসান বাঁধনের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ কাণ্ড ঘটান।
এ নিয়ে ভুক্তভোগী রোগীর স্বজনেরা বিক্ষোভ শেষে ওই চিকিৎসককে বরখাস্ত ও শাস্তির দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন।
রোগী ইসরাইল হোসেন জানান, টাইফয়েড ও ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগে ভর্তি হন তিনি। আজ শুক্রবার সকালে তাঁর পাশের বিছানায় এক রোগী ভর্তি হন। একপর্যায়ে ওই রোগী বিছানায় পায়খানা করলে পুরো ওয়ার্ডে গন্ধ ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ওই চিকিৎসক রাউন্ড দিতে এলে সঙ্গে সঙ্গেই ঝাড়ুদার এসে বারান্দা ঝাড়ু দিতে থাকেন।
ইসরাইল হোসেন বলেন, ‘দুর্গন্ধের বিষয়ে চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে আগে পাশের বিছানা পরিষ্কারের আবেদন জানাই। এ সময় চিকিৎসক বলেন, ‘‘তুমি যা বলবে তাই শুনতে হবে?”। উত্তরে আমি বলি, ‘‘তাহলে আপনাকে বলে লাভ কি। আপনিও মনে হয় কোটায় নিয়োগ পেয়েছেন।”’
এই কথা শোনা মাত্র চিকিৎসক রাগান্বিত হয়ে ওই তাঁর শার্টের কলার চেপে ধরে জোরে ধাক্কা মারেন। নার্সকে দিয়ে দ্রুত তাঁর ভর্তি ফাইল নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাঁর ভর্তি বাতিল করেন। একপর্যায়ে তাঁকে হাসপাতাল থেকে বের হতে ধমক দেন। পরে রোগী হাসপাতাল ছেড়ে গেলে ঘটনা জানাজানি হয়।
এ খবর রোগীর স্বজনেরা জানতে পেরে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসকের অপসারণ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেন। অবস্থা বেগতিক দেখে খবর দিলে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
এই বিষয়ে চিকিৎসক বায়োজিদ হাসান বাঁধনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি শান্ত করি। এরপর ওই রোগী এবং চিকিৎসকের জবানবন্দি গ্রহণ করেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুমন কান্তি সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত ঘটনা ও রোগীর অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
চিকিৎসকের আচরণ ও রোগীর ভর্তি বাতিল প্রশ্নে ইউএইচএফপিও বলেন, ‘বাগ্বিতণ্ডার ঘটনা ঘটলেও রোগীর গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশও সব পক্ষের সঙ্গে কথা বলেছে। রোগী নিজে থেকে বাড়ি যেতে চেয়েছেন। পরে আমি রোগীকে থাকতে বললেও তিনি থাকতে চাননি। তিনি বলেছেন, ‘‘এখন ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা চালাবেন।’’ প্রয়োজনে তাঁকে চিকিৎসা সহায়তার কথা জানিয়েছি।’
কুড়িগ্রাম সিভিল সার্জন মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, তিনি ঘটনা জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর শার্টের কলার চেপে ধরে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই রোগী তাঁর পাশের অপরিচ্ছন্ন বেড আগে পরিষ্কার করার আবেদন জানিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ সময় ওই রোগীর ভর্তি বাতিল করা হলে তিনি হাসপাতাল ছেড়ে যান।
এ ঘটনায় ওই চিকিৎসকের বিচার দাবিতে রোগীর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্স বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
তবে অভিযুক্ত চিকিৎসকের বরাতে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাদানুবাদ হলেও রোগীকে ধাক্কা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
হাসপাতাল ও রোগী সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেন নামের এক রোগী আন্তবিভাগে ভর্তি ছিলেন। তিনি পাশের বেডের অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত বিছানার স্থান পরিষ্কারের বিষয়ে ওই বিভাগে রাউন্ড দিতে আসা চিকিৎসকের কাছে দাবি জানান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বায়োজিদ হাসান বাঁধনের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ কাণ্ড ঘটান।
এ নিয়ে ভুক্তভোগী রোগীর স্বজনেরা বিক্ষোভ শেষে ওই চিকিৎসককে বরখাস্ত ও শাস্তির দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন।
রোগী ইসরাইল হোসেন জানান, টাইফয়েড ও ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগে ভর্তি হন তিনি। আজ শুক্রবার সকালে তাঁর পাশের বিছানায় এক রোগী ভর্তি হন। একপর্যায়ে ওই রোগী বিছানায় পায়খানা করলে পুরো ওয়ার্ডে গন্ধ ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ওই চিকিৎসক রাউন্ড দিতে এলে সঙ্গে সঙ্গেই ঝাড়ুদার এসে বারান্দা ঝাড়ু দিতে থাকেন।
ইসরাইল হোসেন বলেন, ‘দুর্গন্ধের বিষয়ে চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে আগে পাশের বিছানা পরিষ্কারের আবেদন জানাই। এ সময় চিকিৎসক বলেন, ‘‘তুমি যা বলবে তাই শুনতে হবে?”। উত্তরে আমি বলি, ‘‘তাহলে আপনাকে বলে লাভ কি। আপনিও মনে হয় কোটায় নিয়োগ পেয়েছেন।”’
এই কথা শোনা মাত্র চিকিৎসক রাগান্বিত হয়ে ওই তাঁর শার্টের কলার চেপে ধরে জোরে ধাক্কা মারেন। নার্সকে দিয়ে দ্রুত তাঁর ভর্তি ফাইল নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাঁর ভর্তি বাতিল করেন। একপর্যায়ে তাঁকে হাসপাতাল থেকে বের হতে ধমক দেন। পরে রোগী হাসপাতাল ছেড়ে গেলে ঘটনা জানাজানি হয়।
এ খবর রোগীর স্বজনেরা জানতে পেরে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসকের অপসারণ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেন। অবস্থা বেগতিক দেখে খবর দিলে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
এই বিষয়ে চিকিৎসক বায়োজিদ হাসান বাঁধনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি শান্ত করি। এরপর ওই রোগী এবং চিকিৎসকের জবানবন্দি গ্রহণ করেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুমন কান্তি সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত ঘটনা ও রোগীর অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
চিকিৎসকের আচরণ ও রোগীর ভর্তি বাতিল প্রশ্নে ইউএইচএফপিও বলেন, ‘বাগ্বিতণ্ডার ঘটনা ঘটলেও রোগীর গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশও সব পক্ষের সঙ্গে কথা বলেছে। রোগী নিজে থেকে বাড়ি যেতে চেয়েছেন। পরে আমি রোগীকে থাকতে বললেও তিনি থাকতে চাননি। তিনি বলেছেন, ‘‘এখন ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা চালাবেন।’’ প্রয়োজনে তাঁকে চিকিৎসা সহায়তার কথা জানিয়েছি।’
কুড়িগ্রাম সিভিল সার্জন মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, তিনি ঘটনা জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে