নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৪
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৪: ০৫

নীলফামারীর সদর উপজেলায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাতনগর স্টেশনের কাছে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নয়নজলী রানী (২৫) সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামের কইপাড়ার কামিনী রায়ের স্ত্রী এবং উত্তরা ইপিজেডের ভেনচুরা কোম্পানির শ্রমিক।

এ সময় অটোরিকশাচালক ময়নুল হক (৩০) আহত হয়েছেন। তাঁর বাড়ি একই এলাকার জয়চণ্ডি গ্রামের ঘাটেরপাড় এলাকায়।  

সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নয়নজলী সকাল ৬টার দিকে অটোরিকশায় করে ইপিজেডে কাজে যাচ্ছিলেন। পথে খয়রাতনগর স্টেশনের কাছে অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। আহত অটোবাইকচালককে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত