ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া মঞ্জুরুল আলম উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল বুধবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেছিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলমের কাছে ওই বিদ্যালয়ের এক ছাত্রী প্রাইভেট পড়ত। কিছুদিন আগে মঞ্জুরুল আলম ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। ওই ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। একপর্যায়ে ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করাসহ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চূড়ান্ত বরখাস্ত করা হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া মঞ্জুরুল আলম উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল বুধবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেছিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলমের কাছে ওই বিদ্যালয়ের এক ছাত্রী প্রাইভেট পড়ত। কিছুদিন আগে মঞ্জুরুল আলম ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। ওই ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। একপর্যায়ে ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করাসহ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চূড়ান্ত বরখাস্ত করা হবে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে