ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার সকালে পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার মালিকানার জাগরণী ক্লাব-সংলগ্ন পুকুরপাড়ের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে পৌর কর্তৃপক্ষের নজরে এলে ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে গাছটি কাউন্সিলর জমিরুল ইসলামের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এরপর গতকাল বুধবার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়। পরে জমিরুলকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় কাউন্সিলর জমিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে তোলা হবে।
ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার সকালে পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার মালিকানার জাগরণী ক্লাব-সংলগ্ন পুকুরপাড়ের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে পৌর কর্তৃপক্ষের নজরে এলে ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে গাছটি কাউন্সিলর জমিরুল ইসলামের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এরপর গতকাল বুধবার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়। পরে জমিরুলকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় কাউন্সিলর জমিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে তোলা হবে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে