গাছ চুরির মামলায় ঠাকুরগাঁওয়ে কাউন্সিলর গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ১০: ৩১

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে বুধবার সকালে পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার মালিকানার জাগরণী ক্লাব-সংলগ্ন পুকুরপাড়ের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে পৌর কর্তৃপক্ষের নজরে এলে ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে গাছটি কাউন্সিলর জমিরুল ইসলামের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এরপর গতকাল বুধবার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়। পরে জমিরুলকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। 

সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় কাউন্সিলর জমিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে তোলা হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত