দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২২)। এ ঘটনায় স্বামী সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রতিশোধ নিতে স্ত্রীকে হত্যা শ্বাসরোধে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। সর্বশেষ এক মাস আগে সাগর তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমকে মারধর করলে ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর সাগর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে সাগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, শ্বশুরবাড়িতে লাঞ্ছনার প্রতিবাদে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন সাগর। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা দড়ি স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে সেখানে লাশ ফেলে রেখে চলে যান।
এর আগে গতকাল বুধবার দুপুরে ধানখেতে ফেরদৌসির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের নানা শমসেস আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’
দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২২)। এ ঘটনায় স্বামী সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রতিশোধ নিতে স্ত্রীকে হত্যা শ্বাসরোধে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। সর্বশেষ এক মাস আগে সাগর তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমকে মারধর করলে ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর সাগর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে সাগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, শ্বশুরবাড়িতে লাঞ্ছনার প্রতিবাদে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন সাগর। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা দড়ি স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে সেখানে লাশ ফেলে রেখে চলে যান।
এর আগে গতকাল বুধবার দুপুরে ধানখেতে ফেরদৌসির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের নানা শমসেস আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে