ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের তৃতীয় দিনে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে শত শত দর্শনার্থী ভিড় করেছে। এ উপজেলায় দর্শনীয় স্থান না থাকায় ভ্রমণপিপাসু মানুষের অবসরে আনন্দ উদ্যাপনের কেন্দ্র হয়ে উঠেছে এই সেতুর দুই তীর।
ঈদের দিন বিকেল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সেতুর দুই পাড়ে জনসমাগম হয়। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু শেখ হাসিনা ধরলা সেতু উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত। খানিকটা বিনোদন ও ভালো লাগার অনুভূতি ভাগাভাগি করতে প্রতি ঈদে এখানে মানুষের ঢল নামে।
সরেজমিন দেখা গেছে, সেতুর দুই পাড়ে ঈদ আনন্দ উপভোগ করতে নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সেতুর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে ছবি ও সেলফি তুলছে।
দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীর জন্য ধরলা সেতুর পশ্চিম পাড়ে অর্ধশতাধিক ডিঙি নৌকা প্রস্তুত থাকায় অনেকে নদী পারাপার হচ্ছে। সেতুর দুই পাড়ে ১৫টি ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি, ফিতা, বেলুনসহ বিভিন্ন দোকান পসরা সাজিয়ে বসেছে।
পাশের লালমনিরহাট জেলা সদরের সাপটানা গ্ৰামের লাবণ্য বেগম ও বর্ণ খাতুন বলেন, ‘ঈদের পর থেকে নানা ব্যস্ততা ও বৃষ্টির কারণে কোথাও বেড়াতে যেতে পারিনি। আজ কয়েকজন বান্ধবী মিলে ঈদের আনন্দ উপভোগ করতে শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে এসেছি। সারা দিন বৃষ্টির পর বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগল। আমরা সবাই মিলে অনেক ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি। ধরলায় ডিঙি নৌকায় ঘুরেছি। ধরলার পাড়ে মনোমুগ্ধকর পরিবেশটা ভিডিও কলে স্বজনদের দেখিয়েছি। সব মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে।’
কুড়িগ্রাম সদরের সারডোব এলাকার বিপুল মিয়া বেলাল ও ফুলবাড়ীর কাশিয়াবাড়ী এলাকার হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া ও ধরলায় ডিঙি নৌকা করে প্রিয়জনদের সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগছে।’
বাঁধে বসে গল্প-আড্ডায় মেতে ওঠা উপজেলার নন্দীরকুটি গ্ৰামের রুবেল, মাহফুজ ও হরিকান্ত বলেন, সেতু পাড়ে পর্যটন স্পট নির্মাণের পাশাপাশি সেতুর দুই পাড়ে ধরলার তীর রক্ষা বাঁধের দুই পাশে বসার ব্যবস্থা করলে ভালো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঈদ-পরবর্তী সময়ে শত শত দর্শনার্থী শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে ঈদের আনন্দ উপভোগ করছে। তাদের নিরাপত্তা ও ঈদ আনন্দ উপভোগ নির্বিঘ্ন করতে পুলিশের টহল রয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে ও আগন্তুকদের বাড়ি না ফেরা পর্যন্ত পুলিশি পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের তৃতীয় দিনে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে শত শত দর্শনার্থী ভিড় করেছে। এ উপজেলায় দর্শনীয় স্থান না থাকায় ভ্রমণপিপাসু মানুষের অবসরে আনন্দ উদ্যাপনের কেন্দ্র হয়ে উঠেছে এই সেতুর দুই তীর।
ঈদের দিন বিকেল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সেতুর দুই পাড়ে জনসমাগম হয়। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু শেখ হাসিনা ধরলা সেতু উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত। খানিকটা বিনোদন ও ভালো লাগার অনুভূতি ভাগাভাগি করতে প্রতি ঈদে এখানে মানুষের ঢল নামে।
সরেজমিন দেখা গেছে, সেতুর দুই পাড়ে ঈদ আনন্দ উপভোগ করতে নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সেতুর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে ছবি ও সেলফি তুলছে।
দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীর জন্য ধরলা সেতুর পশ্চিম পাড়ে অর্ধশতাধিক ডিঙি নৌকা প্রস্তুত থাকায় অনেকে নদী পারাপার হচ্ছে। সেতুর দুই পাড়ে ১৫টি ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি, ফিতা, বেলুনসহ বিভিন্ন দোকান পসরা সাজিয়ে বসেছে।
পাশের লালমনিরহাট জেলা সদরের সাপটানা গ্ৰামের লাবণ্য বেগম ও বর্ণ খাতুন বলেন, ‘ঈদের পর থেকে নানা ব্যস্ততা ও বৃষ্টির কারণে কোথাও বেড়াতে যেতে পারিনি। আজ কয়েকজন বান্ধবী মিলে ঈদের আনন্দ উপভোগ করতে শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে এসেছি। সারা দিন বৃষ্টির পর বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগল। আমরা সবাই মিলে অনেক ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি। ধরলায় ডিঙি নৌকায় ঘুরেছি। ধরলার পাড়ে মনোমুগ্ধকর পরিবেশটা ভিডিও কলে স্বজনদের দেখিয়েছি। সব মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে।’
কুড়িগ্রাম সদরের সারডোব এলাকার বিপুল মিয়া বেলাল ও ফুলবাড়ীর কাশিয়াবাড়ী এলাকার হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া ও ধরলায় ডিঙি নৌকা করে প্রিয়জনদের সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগছে।’
বাঁধে বসে গল্প-আড্ডায় মেতে ওঠা উপজেলার নন্দীরকুটি গ্ৰামের রুবেল, মাহফুজ ও হরিকান্ত বলেন, সেতু পাড়ে পর্যটন স্পট নির্মাণের পাশাপাশি সেতুর দুই পাড়ে ধরলার তীর রক্ষা বাঁধের দুই পাশে বসার ব্যবস্থা করলে ভালো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঈদ-পরবর্তী সময়ে শত শত দর্শনার্থী শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে ঈদের আনন্দ উপভোগ করছে। তাদের নিরাপত্তা ও ঈদ আনন্দ উপভোগ নির্বিঘ্ন করতে পুলিশের টহল রয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে ও আগন্তুকদের বাড়ি না ফেরা পর্যন্ত পুলিশি পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪ ঘণ্টা আগে