মেহেদী হাসান (দিনাজপুর) ফুলবাড়ী
স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে এক ফার্মেসির দোকানে বসে জরুরি বিভাগের ৩ টাকার টিকিটে (ব্যবস্থাপত্র) চিকিৎসকের পরিবর্তে ওষুধের নাম লিখছিলেন এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এ সময় স্থানীয় এক যুবক ওই প্রতিনিধিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন ওই প্রতিনিধি উত্তেজিত হয়ে পড়লে দুজনের মধ্য বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে মা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকার মানুষের মধ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী এলে প্রথমেই তিনি জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। এ সময় ওই রোগী চিকিৎসার জন্য ৩ টাকার মূল্যমানের একটি টিকিট নেবেন, তাতে (ব্যবস্থাপত্র) ওষুধের নাম ও সেবনের নিয়ম লিখে দেবেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
কিন্তু সোমবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মা ফার্মেসিতে দেখা গেছে ভিন্ন চিত্র। এই দোকানে বসে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাইদ জরুরি বিভাগের ৩ টাকা মূল্যমানের ওই টিকিটে লিখছিলেন ওষুধের নাম। এ সময় স্থানীয় যুবক শাহিনুল বাশার ফিজার বিষয়টি দেখতে পেয়ে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, আপনি কী ডাক্তার? আর এখানে বসে কেন সরকারি হাসপাতালের ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন?
এ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ওই যুবক হাসপাতালের টিকিটগুলো নিয়ে নেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন আজ মঙ্গলবার দুপুরে শাহিনুল একটি লিখিত অভিযোগের মাধ্যমে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে পাওয়া জরুরি বিভাগের তিন টাকার ছয়টি টিকিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন এবং অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এরপর স্থানীয় একজন সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও তাঁরা ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপত্র বাইরে ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় যুবক শাহিনুল বাশার বলেন, ‘আমি ওষুধের দোকানে গিয়ে দেখতে পাই, একজন ব্যক্তি ওখানে বসে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ টাকার টিকিটে ওষুধ লিখছেন। তখন তাকে জিজ্ঞাসা করি, তিনি কী ডাক্তার? এ সময় তিনি নিজেকে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। এ সময় তার কাছে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিটগুলোর বিষয়ে প্রশ্ন করি, ‘‘সরকারি হাসপাতালের এতগুলো টিকিট কী করে আপনার কাছে এল? চিকিৎসক না হয়েও কী করে তাতে ওষুধ লিখছেন?’ ’ কথা বলার একপর্যায়ে বিষয়টি কৌশলে এড়িয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।’
এ বিষয়ে জানতে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাঈদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত জানিয়ে বলেন, ‘আমি মিটিংয়ে আছি পরে কথা বলব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সঙ্গে কথা বলতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে জানা যায় তিনি বাইরে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাকিলুর রহমান জানান, এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কীভাবে বাইরে গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি বিভাগে অনেক লোকজন আসা যাওয়া করে; তা ছাড়া ওই টিকিট স্বাস্থ্য কমপ্লেক্সের কিনা তা খতিয়ে দেখা হবে। টিকিট কেউ ছাপিয়েও নিতে পারে, তবে স্থানীয়রা যাকে অভিযুক্ত করছেন তার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. বোরহানুল সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় যেই জড়িত থাক, আমার স্টাফ হলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে এক ফার্মেসির দোকানে বসে জরুরি বিভাগের ৩ টাকার টিকিটে (ব্যবস্থাপত্র) চিকিৎসকের পরিবর্তে ওষুধের নাম লিখছিলেন এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এ সময় স্থানীয় এক যুবক ওই প্রতিনিধিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন ওই প্রতিনিধি উত্তেজিত হয়ে পড়লে দুজনের মধ্য বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে মা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকার মানুষের মধ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী এলে প্রথমেই তিনি জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। এ সময় ওই রোগী চিকিৎসার জন্য ৩ টাকার মূল্যমানের একটি টিকিট নেবেন, তাতে (ব্যবস্থাপত্র) ওষুধের নাম ও সেবনের নিয়ম লিখে দেবেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
কিন্তু সোমবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মা ফার্মেসিতে দেখা গেছে ভিন্ন চিত্র। এই দোকানে বসে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাইদ জরুরি বিভাগের ৩ টাকা মূল্যমানের ওই টিকিটে লিখছিলেন ওষুধের নাম। এ সময় স্থানীয় যুবক শাহিনুল বাশার ফিজার বিষয়টি দেখতে পেয়ে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, আপনি কী ডাক্তার? আর এখানে বসে কেন সরকারি হাসপাতালের ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন?
এ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ওই যুবক হাসপাতালের টিকিটগুলো নিয়ে নেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন আজ মঙ্গলবার দুপুরে শাহিনুল একটি লিখিত অভিযোগের মাধ্যমে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে পাওয়া জরুরি বিভাগের তিন টাকার ছয়টি টিকিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন এবং অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এরপর স্থানীয় একজন সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও তাঁরা ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপত্র বাইরে ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় যুবক শাহিনুল বাশার বলেন, ‘আমি ওষুধের দোকানে গিয়ে দেখতে পাই, একজন ব্যক্তি ওখানে বসে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ টাকার টিকিটে ওষুধ লিখছেন। তখন তাকে জিজ্ঞাসা করি, তিনি কী ডাক্তার? এ সময় তিনি নিজেকে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। এ সময় তার কাছে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিটগুলোর বিষয়ে প্রশ্ন করি, ‘‘সরকারি হাসপাতালের এতগুলো টিকিট কী করে আপনার কাছে এল? চিকিৎসক না হয়েও কী করে তাতে ওষুধ লিখছেন?’ ’ কথা বলার একপর্যায়ে বিষয়টি কৌশলে এড়িয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।’
এ বিষয়ে জানতে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাঈদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত জানিয়ে বলেন, ‘আমি মিটিংয়ে আছি পরে কথা বলব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সঙ্গে কথা বলতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে জানা যায় তিনি বাইরে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাকিলুর রহমান জানান, এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কীভাবে বাইরে গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি বিভাগে অনেক লোকজন আসা যাওয়া করে; তা ছাড়া ওই টিকিট স্বাস্থ্য কমপ্লেক্সের কিনা তা খতিয়ে দেখা হবে। টিকিট কেউ ছাপিয়েও নিতে পারে, তবে স্থানীয়রা যাকে অভিযুক্ত করছেন তার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. বোরহানুল সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় যেই জড়িত থাক, আমার স্টাফ হলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
গতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে