প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কে বানদীঘি নামক স্থানে স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে নিজেরাই সংস্কারকাজ শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ থেকে ট্রলারে করে ইট-বালু এনে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করছে তারা। বানদীঘি গ্রামে অবস্থিত রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে নিজেদের মধ্যে চাঁদা তুলে এ কাজ করা হয়। ওই সংগঠনের পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ৪০-৪৫ জন ছাত্র এ কাজে অংশগ্রহণ করে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। ১৯৯৯ সালে রাস্তা পাকা করা হয়। কিন্তু অনেক বছর যাবৎ রাস্তা সংস্কার না করায় অনেক জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সমস্যা নিরসনের জন্য একদল তরুণ এগিয়ে আসেন।
বানদীঘি গ্রামের রকিবুল হাসান জানান, মাত্রাই থেকে রাজাবিরাটে যাওয়ার রাস্তা অনেক বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম সড়ক হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এই রাস্তায় গর্ত সৃষ্টির কারণে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এমতাবস্থায় বানদীঘি গ্রামের রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে একদল তরুণ নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে রাস্তা সংস্কার করেন।
এ ঘটনার পর আজ শুক্রবার সকাল থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার জানান, রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) হওয়ায় ইট, বালু, খোয়া দিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে।
জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তা ইট, বালু, খোয়া ও বিটুমিন পাথর ব্যবহার করে সংস্কার করছি।’
জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কে বানদীঘি নামক স্থানে স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে নিজেরাই সংস্কারকাজ শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ থেকে ট্রলারে করে ইট-বালু এনে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করছে তারা। বানদীঘি গ্রামে অবস্থিত রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে নিজেদের মধ্যে চাঁদা তুলে এ কাজ করা হয়। ওই সংগঠনের পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ৪০-৪৫ জন ছাত্র এ কাজে অংশগ্রহণ করে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। ১৯৯৯ সালে রাস্তা পাকা করা হয়। কিন্তু অনেক বছর যাবৎ রাস্তা সংস্কার না করায় অনেক জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সমস্যা নিরসনের জন্য একদল তরুণ এগিয়ে আসেন।
বানদীঘি গ্রামের রকিবুল হাসান জানান, মাত্রাই থেকে রাজাবিরাটে যাওয়ার রাস্তা অনেক বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম সড়ক হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এই রাস্তায় গর্ত সৃষ্টির কারণে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এমতাবস্থায় বানদীঘি গ্রামের রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে একদল তরুণ নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে রাস্তা সংস্কার করেন।
এ ঘটনার পর আজ শুক্রবার সকাল থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার জানান, রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) হওয়ায় ইট, বালু, খোয়া দিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে।
জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তা ইট, বালু, খোয়া ও বিটুমিন পাথর ব্যবহার করে সংস্কার করছি।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে