ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদরে কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় ধরা পড়লেন চোরচক্রের তিন সদস্য। এ সময় তাঁদের কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা সদরের জলেশ্বরীতলা হঠাৎপাড়া এলাকার নুর হোসেন (২০), শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার বিজয় ইসলাম (২০) ও একই এলাকার জনি ইসলাম (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ ও ভুক্তভোগী জানায়, অটোচালক আরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রোড এলাকার রেল গেটের সামনে থেকে দুজন যাত্রী অটোরিকশায় ওঠেন। এ সময় তাঁরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ আরাজী কৃষ্টপুর গ্রামে আরিফুলকে নিয়ে যান তাঁরা। পরে নির্জন এলাকায় রাস্তার পাশের এক দোকান থেকে পান-সিগারেট আনতে আরিফুলকে পাঠান তাঁরা। যাওয়ার সময় ওই চোরচক্রের সদস্যরা তাঁর হাতের মোবাইল ফোনটি তাদের কাছে রেখে দিতে বলেন।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, দোকানে পান কিনতে গিয়ে কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে আরিফুল তাকিয়ে দেখেন অটোরিকশাটি সেখানে নেই। এ সময় চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ১ কিলোমিটার ধাওয়া করে অটোরিকশাটিসহ নুর হোসেন নামের একজনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের আরও দুই সদস্যকে গতকাল রাতে গ্রেপ্তার করে।
ঠাকুরগাঁও সদরে কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় ধরা পড়লেন চোরচক্রের তিন সদস্য। এ সময় তাঁদের কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা সদরের জলেশ্বরীতলা হঠাৎপাড়া এলাকার নুর হোসেন (২০), শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার বিজয় ইসলাম (২০) ও একই এলাকার জনি ইসলাম (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ ও ভুক্তভোগী জানায়, অটোচালক আরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রোড এলাকার রেল গেটের সামনে থেকে দুজন যাত্রী অটোরিকশায় ওঠেন। এ সময় তাঁরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ আরাজী কৃষ্টপুর গ্রামে আরিফুলকে নিয়ে যান তাঁরা। পরে নির্জন এলাকায় রাস্তার পাশের এক দোকান থেকে পান-সিগারেট আনতে আরিফুলকে পাঠান তাঁরা। যাওয়ার সময় ওই চোরচক্রের সদস্যরা তাঁর হাতের মোবাইল ফোনটি তাদের কাছে রেখে দিতে বলেন।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, দোকানে পান কিনতে গিয়ে কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে আরিফুল তাকিয়ে দেখেন অটোরিকশাটি সেখানে নেই। এ সময় চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ১ কিলোমিটার ধাওয়া করে অটোরিকশাটিসহ নুর হোসেন নামের একজনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের আরও দুই সদস্যকে গতকাল রাতে গ্রেপ্তার করে।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
৩ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
৭ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৩৪ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৩৭ মিনিট আগে