রংপুর প্রতিনিধি
আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের দুদিন আগেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। গণসমাবেশ সফল করতে মোটরসাইকেল, বাসযোগে বিভিন্ন জায়গা থেকে তারা রংপুরে আসছেন।
এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার মতো রংপুরের বিভাগীয় সমাবেশের আগেও দুদিনের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। আগামীকাল শুক্র ও পরদিন শনিবার ধর্মঘট চলবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সভামঞ্চ তৈরির কাজ চলছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা কালেক্টরেট মাঠে সকাল থেকে অবস্থান করছেন। তারা মাঠ ঘুরে ও সভামঞ্চ তৈরিতে দিক নির্দেশনা দিচ্ছেন।
ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান বলেন, জনগণের সঙ্গে মোকাবিলার সামর্থ্য সরকারের নেই। তাই তারা পরিবহন ধর্মঘট দিয়ে সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু এতে আরও বেশি লোক সমাগম হবে। যানজট না থাকায় মানুষ নির্বিঘ্নে পায়ে হেঁটে, মোটরসাইকেল, বাইসাইকেল, ইজিবাইক, রিকশা-ভ্যানযোগে সমাবেশস্থলে আসবে। এরই মধ্যে বিভিন্নস্থান থেকে লোকজন আসতে শুরু করেছে। তারা স্থানীয় নেতা-কর্মীদের বাসাসহ আশপাশের হোটেলগুলোতে অবস্থান নেবেন। আগামী ২৯ অক্টোবরের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি লোক সমাগম হবে।
রংপুর মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, বুধবার (২৬ অক্টোবর) থেকেই রংপুরে বিভিন্ন জেলা উপজেলা থেকে নারী নেতা-কর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেছে। আমরা শহর থেকে গ্রাম পর্যায়ে প্রচারণা চালিয়েছি। আশা করছি পুরুষের মতো নারীরাও তাক লাগিয়ে দেবে।
সমাবেশ সফল করতে সকাল থেকেই মাঠে অবস্থান করতে দেখা গেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমকে।
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বলেন, ‘আমাদের আন্দোলন সমাবেশ ঠেকাতে এমন কোনো পদক্ষেপ নেই যা সরকার গ্রহণ করেনি। তবে সমাবেশ ঠেকাতে পারবে না। মানুষ একটা গোমট আবহাওয়ার মধ্যে আছে। এ আবহাওয়াকে ভেঙে ফেলার জন্য মানুষ আজ বিএনপির যেকোনো সমাবেশে দলে দলে যোগ দিচ্ছে। রংপুরের সমাবেশেও লোকজন যোগ দেবে।’
আসাদুল হাবিব আরও বলেন, ‘আমরা জিলা স্কুল মাঠে গণসমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। বিভাগীয় গণসমাবেশ করার জন্য রংপুর কালেক্টরেট মাঠ অপ্রতুল। ২৯ অক্টোবর সমাবেশে লোকজনের উপস্থিতি আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত উপচে পড়বে। গণপরিবহন বন্ধ করে সমাবেশে লোকজনের আসা ঠেকাতে পারবে না সরকার।’
পরিবহন ধর্মঘট নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘পরিবহন ধর্মঘট ডেকেছে মোটর মালিক সমিতি। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। বিএনপি সুশৃঙ্খলভাবে সমাবেশ করলে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে রংপুর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।’
পরিবহন ধর্মঘটে সরকারের কোনো চাপ আছে কি না জানতে চাইলে রংপুর জেলা মোটর মালিক সমিতি সভাপতি এ. কে. এম মোজাম্মেল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্স বিহীন ও অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধের এবং রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে আগামী শুক্রবার ভোর ৬টা হতে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সকল রুটের বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। রংপুর জেলা মোটর মালিক সমিতি ট্রাক মালিক সমিতি এবং কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকদের নিয়ে একটি যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
বিএনপির নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় নেতাদের জেলা উপজেলা সফর শেষ হয়েছে। এরই মধ্যে পাড়া, মহল্লায় প্রচারণা কাজও শেষ। এখন শুধু সমাবেশস্থলে আসার অপেক্ষা। এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সরাসরি কোনো বাঁধা আসেনি। তবে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজন বিএনপির বিভিন্ন নেতা-কর্মীর ঠিকানা খুঁজছে। তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা বাধা আসেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছি। সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সে জন্য কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’
আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের দুদিন আগেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। গণসমাবেশ সফল করতে মোটরসাইকেল, বাসযোগে বিভিন্ন জায়গা থেকে তারা রংপুরে আসছেন।
এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার মতো রংপুরের বিভাগীয় সমাবেশের আগেও দুদিনের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। আগামীকাল শুক্র ও পরদিন শনিবার ধর্মঘট চলবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সভামঞ্চ তৈরির কাজ চলছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা কালেক্টরেট মাঠে সকাল থেকে অবস্থান করছেন। তারা মাঠ ঘুরে ও সভামঞ্চ তৈরিতে দিক নির্দেশনা দিচ্ছেন।
ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান বলেন, জনগণের সঙ্গে মোকাবিলার সামর্থ্য সরকারের নেই। তাই তারা পরিবহন ধর্মঘট দিয়ে সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু এতে আরও বেশি লোক সমাগম হবে। যানজট না থাকায় মানুষ নির্বিঘ্নে পায়ে হেঁটে, মোটরসাইকেল, বাইসাইকেল, ইজিবাইক, রিকশা-ভ্যানযোগে সমাবেশস্থলে আসবে। এরই মধ্যে বিভিন্নস্থান থেকে লোকজন আসতে শুরু করেছে। তারা স্থানীয় নেতা-কর্মীদের বাসাসহ আশপাশের হোটেলগুলোতে অবস্থান নেবেন। আগামী ২৯ অক্টোবরের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি লোক সমাগম হবে।
রংপুর মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, বুধবার (২৬ অক্টোবর) থেকেই রংপুরে বিভিন্ন জেলা উপজেলা থেকে নারী নেতা-কর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেছে। আমরা শহর থেকে গ্রাম পর্যায়ে প্রচারণা চালিয়েছি। আশা করছি পুরুষের মতো নারীরাও তাক লাগিয়ে দেবে।
সমাবেশ সফল করতে সকাল থেকেই মাঠে অবস্থান করতে দেখা গেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমকে।
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বলেন, ‘আমাদের আন্দোলন সমাবেশ ঠেকাতে এমন কোনো পদক্ষেপ নেই যা সরকার গ্রহণ করেনি। তবে সমাবেশ ঠেকাতে পারবে না। মানুষ একটা গোমট আবহাওয়ার মধ্যে আছে। এ আবহাওয়াকে ভেঙে ফেলার জন্য মানুষ আজ বিএনপির যেকোনো সমাবেশে দলে দলে যোগ দিচ্ছে। রংপুরের সমাবেশেও লোকজন যোগ দেবে।’
আসাদুল হাবিব আরও বলেন, ‘আমরা জিলা স্কুল মাঠে গণসমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। বিভাগীয় গণসমাবেশ করার জন্য রংপুর কালেক্টরেট মাঠ অপ্রতুল। ২৯ অক্টোবর সমাবেশে লোকজনের উপস্থিতি আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত উপচে পড়বে। গণপরিবহন বন্ধ করে সমাবেশে লোকজনের আসা ঠেকাতে পারবে না সরকার।’
পরিবহন ধর্মঘট নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘পরিবহন ধর্মঘট ডেকেছে মোটর মালিক সমিতি। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। বিএনপি সুশৃঙ্খলভাবে সমাবেশ করলে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে রংপুর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।’
পরিবহন ধর্মঘটে সরকারের কোনো চাপ আছে কি না জানতে চাইলে রংপুর জেলা মোটর মালিক সমিতি সভাপতি এ. কে. এম মোজাম্মেল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্স বিহীন ও অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধের এবং রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে আগামী শুক্রবার ভোর ৬টা হতে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সকল রুটের বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। রংপুর জেলা মোটর মালিক সমিতি ট্রাক মালিক সমিতি এবং কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকদের নিয়ে একটি যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
বিএনপির নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় নেতাদের জেলা উপজেলা সফর শেষ হয়েছে। এরই মধ্যে পাড়া, মহল্লায় প্রচারণা কাজও শেষ। এখন শুধু সমাবেশস্থলে আসার অপেক্ষা। এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সরাসরি কোনো বাঁধা আসেনি। তবে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজন বিএনপির বিভিন্ন নেতা-কর্মীর ঠিকানা খুঁজছে। তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা বাধা আসেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছি। সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সে জন্য কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’
বিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
৩ মিনিট আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
১৮ মিনিট আগেচাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল। আটকদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে ট্রাক চাপায় এক ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে