ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার নীলফামারীর আমলি (ডিমলা) আদালতে মামলাটি করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম।
এরপর আদালতের বিচারক মেহেদি হাসান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তবে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, ২০১৬ সালের ১২ জুলাইয়ে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী একজন ইউপি সদস্য সরকার থেকে প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে ৩ হাজার ৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৪ হাজার ৪০০ টাকা পাবেন।
২০২২ সালের মার্চ মাসে হাট-বাজার থেকে পাওয়া পৌনে ছয় লাখ টাকা ইউপি সদস্যদের বেতন-ভাতা বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু সদস্য মামনুর রশিদ, নুর ইসলাম ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ায় এক বছর পার হলেও এ পর্যন্ত তাঁরা ইউনিয়ন পরিষদ থেকে কোনো সম্মানী ভাতা পাননি।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, ইউপি সদস্যরা টাকা চাইলেই চেয়ারম্যান টালবাহানা করেন। ভাতার বকেয়া টাকা পরিশোধ করতে অস্বীকার করে চেয়ারম্যান আনোয়ার প্রতারণামূলক সদস্যদের ৫ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে মামলার বাদী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও নুর হোসেন বলেন, ‘চেয়ারম্যান আনোয়ারুল হক নিয়ম মোতাবেক পরিষদ চালান না। তিনি আমাদের সই জাল করে সম্মানী ভাতা আত্মসাৎ করেছেন। তাই মামলা করেছি।’
আদালত সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল সরকারের বিরুদ্ধে আদালত মামলাটি নিয়েছেন। আদালতের বিচারক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তিনি জানেন না। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের অভিযোগ ভিত্তিহীন।
নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার নীলফামারীর আমলি (ডিমলা) আদালতে মামলাটি করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম।
এরপর আদালতের বিচারক মেহেদি হাসান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তবে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, ২০১৬ সালের ১২ জুলাইয়ে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী একজন ইউপি সদস্য সরকার থেকে প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে ৩ হাজার ৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৪ হাজার ৪০০ টাকা পাবেন।
২০২২ সালের মার্চ মাসে হাট-বাজার থেকে পাওয়া পৌনে ছয় লাখ টাকা ইউপি সদস্যদের বেতন-ভাতা বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু সদস্য মামনুর রশিদ, নুর ইসলাম ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ায় এক বছর পার হলেও এ পর্যন্ত তাঁরা ইউনিয়ন পরিষদ থেকে কোনো সম্মানী ভাতা পাননি।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, ইউপি সদস্যরা টাকা চাইলেই চেয়ারম্যান টালবাহানা করেন। ভাতার বকেয়া টাকা পরিশোধ করতে অস্বীকার করে চেয়ারম্যান আনোয়ার প্রতারণামূলক সদস্যদের ৫ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে মামলার বাদী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও নুর হোসেন বলেন, ‘চেয়ারম্যান আনোয়ারুল হক নিয়ম মোতাবেক পরিষদ চালান না। তিনি আমাদের সই জাল করে সম্মানী ভাতা আত্মসাৎ করেছেন। তাই মামলা করেছি।’
আদালত সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল সরকারের বিরুদ্ধে আদালত মামলাটি নিয়েছেন। আদালতের বিচারক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তিনি জানেন না। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের অভিযোগ ভিত্তিহীন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২ ঘণ্টা আগে