পীরগাছা (রংপুর) প্রতিনিধি
গত বছরে বিদ্যালয়টি রক্ষা করতে প্রায় ৩০ লাখ টাকার জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছিল। কিন্তু এতে কোনো কাজ হয়নি। চলতি বছর আবারও ভাঙনের মুখে পড়েছে পীরগাছার ছাওলা ইউনিয়নের চর দক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। নতুন করে আবারও জিও ব্যাগ ফেলার শুরু করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী চর দক্ষিণ গাবুড়া গ্রাম। এ গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। ২০১৪ সালে একবার ভাঙনের কবলে বিলীন হয়ে যায় বিদ্যালয়টি। এরপর নতুন করে পাকা স্কুল ভবন তৈরি করা হয়। তিস্তা নদীর পানি কমা ও বাড়ার সঙ্গে নদী ভাঙন স্কুলের কাছে চলে এসেছে।
গত বছর গ্রামটি তীব্র ভাঙনের মুখে পড়ে। পরে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে জানালে তারা প্রায় ৩০ লাখ টাকার ১৭ হাজার জিও ব্যাগ ফেলে বিদ্যালয়টি রক্ষা করেন। পাশে থেকে যায় ১০ / ১২টি বসতবাড়ি। এতেই চলছিল শিক্ষা কার্যক্রম। চলতি বছর আবারও তৃতীয়বার ভাঙনের মুখে রয়েছে বিদ্যালয়টি। একেবারে কাছে চলে এসেছে তিস্তা নদী।
বিদ্যালয়টির শিক্ষার্থী জান্নাত আরা, আরিফা বেগম, মাইদুল ইসলাম বলে, ‘হামার স্কুল বারবার ভাঙি যাবার ধরে। এবারও নদী কাছে চলি আসছে। ক্লাস করতে ভয় নাগে, কখন ভাঙি যায়। তোমরা হামার স্কুলটা বাঁচান। ভাঙি গেইলে কোনটে পড়মো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর প্রায় ১৭ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছিল। ফলে স্কুলটি রক্ষা পেয়েছিল। এখন আবার ভাঙনের কবলে পড়লে ৪ হাজার ২০০ জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে। আজ (শনিবার) থেকে ফেলা হবে। আমরা সিসি ব্লক দিয়ে স্কুলটি স্থায়ী ভাবে রক্ষার দাবি করছি।’
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, ‘স্কুলটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাগে বালু ভরাট করা হয়ে গেছে। এখন ফেলা শুরু হবে। শেষ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
চারদিকে থই থই পানি আর মাঝ খানে একটি বিদ্যালয় ও ১০টি বাড়ি মিলে চর দক্ষিণ গাবুড়া গ্রাম। পানি বাড়ার সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। এক সময় চর দক্ষিণ গাবুড়া গ্রামটি ছিল ঘনবসতি ও কোলাহলে মুখরিত। এখন মাত্র ১০টি পরিবার আছে এখানে। স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, ‘দুই শতাধিক পরিবার ছিল এ গ্রামে। এখন মাত্র ১০টি আছে। তারাও ভাঙনের শব্দে দিশেহারা।’
আব্দুর রউফ মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ‘ভয়ে রাইতোত ঘুম ধরে না। নিজের জায়গা-জমি নাই যে চলি যামো। অনেক আগে এসব ব্যাগ ফেলা হলে কাজ হতো। এখন জলে ফেলা হচ্ছে সরকারি টাকা।’
গত বছরে বিদ্যালয়টি রক্ষা করতে প্রায় ৩০ লাখ টাকার জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছিল। কিন্তু এতে কোনো কাজ হয়নি। চলতি বছর আবারও ভাঙনের মুখে পড়েছে পীরগাছার ছাওলা ইউনিয়নের চর দক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। নতুন করে আবারও জিও ব্যাগ ফেলার শুরু করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী চর দক্ষিণ গাবুড়া গ্রাম। এ গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। ২০১৪ সালে একবার ভাঙনের কবলে বিলীন হয়ে যায় বিদ্যালয়টি। এরপর নতুন করে পাকা স্কুল ভবন তৈরি করা হয়। তিস্তা নদীর পানি কমা ও বাড়ার সঙ্গে নদী ভাঙন স্কুলের কাছে চলে এসেছে।
গত বছর গ্রামটি তীব্র ভাঙনের মুখে পড়ে। পরে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে জানালে তারা প্রায় ৩০ লাখ টাকার ১৭ হাজার জিও ব্যাগ ফেলে বিদ্যালয়টি রক্ষা করেন। পাশে থেকে যায় ১০ / ১২টি বসতবাড়ি। এতেই চলছিল শিক্ষা কার্যক্রম। চলতি বছর আবারও তৃতীয়বার ভাঙনের মুখে রয়েছে বিদ্যালয়টি। একেবারে কাছে চলে এসেছে তিস্তা নদী।
বিদ্যালয়টির শিক্ষার্থী জান্নাত আরা, আরিফা বেগম, মাইদুল ইসলাম বলে, ‘হামার স্কুল বারবার ভাঙি যাবার ধরে। এবারও নদী কাছে চলি আসছে। ক্লাস করতে ভয় নাগে, কখন ভাঙি যায়। তোমরা হামার স্কুলটা বাঁচান। ভাঙি গেইলে কোনটে পড়মো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর প্রায় ১৭ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছিল। ফলে স্কুলটি রক্ষা পেয়েছিল। এখন আবার ভাঙনের কবলে পড়লে ৪ হাজার ২০০ জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে। আজ (শনিবার) থেকে ফেলা হবে। আমরা সিসি ব্লক দিয়ে স্কুলটি স্থায়ী ভাবে রক্ষার দাবি করছি।’
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, ‘স্কুলটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাগে বালু ভরাট করা হয়ে গেছে। এখন ফেলা শুরু হবে। শেষ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
চারদিকে থই থই পানি আর মাঝ খানে একটি বিদ্যালয় ও ১০টি বাড়ি মিলে চর দক্ষিণ গাবুড়া গ্রাম। পানি বাড়ার সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। এক সময় চর দক্ষিণ গাবুড়া গ্রামটি ছিল ঘনবসতি ও কোলাহলে মুখরিত। এখন মাত্র ১০টি পরিবার আছে এখানে। স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, ‘দুই শতাধিক পরিবার ছিল এ গ্রামে। এখন মাত্র ১০টি আছে। তারাও ভাঙনের শব্দে দিশেহারা।’
আব্দুর রউফ মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ‘ভয়ে রাইতোত ঘুম ধরে না। নিজের জায়গা-জমি নাই যে চলি যামো। অনেক আগে এসব ব্যাগ ফেলা হলে কাজ হতো। এখন জলে ফেলা হচ্ছে সরকারি টাকা।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে