প্রতিনিধি
দিনাজপুর: করোনার সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। ফলে রমজানে ইফতারের তালিকায় সবাই ফল রাখছেন। এতে চাহিদা সবধরনের ফলের চাহিদা বেড়েছে। কিন্তু এরই সুযোগ নিয়ে দিনাজপুরের কিছু অসাধু ব্যবসায়ীরা সবধরনের ফলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন।
ফল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় এবং লকডাউনে গাড়ি বন্ধ থাকায় সব ধরনের ফল এর দাম পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
দিনাজপুর বাহাদুর বাজারের ফল ব্যবসায়ী দুলাল বলেন বলেন, আমদানি নেই বলে ফলের দাম বেশি। আমাদের আগে থেকে মজুদ ছিল বলে এই দামে দিচ্ছি।
বর্তমানে কমলা, বেদেনার দাম একই থাকলেও পেয়ারা, আপেল, আঙ্গুর ও আনারসের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
ফল | আগের দাম | বর্তমান দাম |
---|---|---|
আপেল | ১৩০ | ১৮০–২০০ |
মাল্টা | ১৬০ | ১৮০ |
পেঁপে | ৭০–৮০ | ৯০–১০০ |
আঙ্গুর | ২০০ | ২৮০ |
পেয়ারা | ৪০ | ৮০ |
ডাব | ৪০–৫০ | ৮০–১০০ |
কলা (হালি) | ৫–৮ | ২৫–৩৫ |
পাশাপাশি রমজানে খেজুরের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে খেজুরের। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। আজুয়া খেজুর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। খোলা সাধারণ খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আব্দুর রশিদ বলেন, ইফতারির জন্য খেজুর কিনতে এসেছিলাম। ভালো মানের খেজুরের দাম একটু বেশি হলেও সাধারণ খেজুর দাম সাধ্যের মধ্যেই আছে।
দিনাজপুর: করোনার সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। ফলে রমজানে ইফতারের তালিকায় সবাই ফল রাখছেন। এতে চাহিদা সবধরনের ফলের চাহিদা বেড়েছে। কিন্তু এরই সুযোগ নিয়ে দিনাজপুরের কিছু অসাধু ব্যবসায়ীরা সবধরনের ফলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন।
ফল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় এবং লকডাউনে গাড়ি বন্ধ থাকায় সব ধরনের ফল এর দাম পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
দিনাজপুর বাহাদুর বাজারের ফল ব্যবসায়ী দুলাল বলেন বলেন, আমদানি নেই বলে ফলের দাম বেশি। আমাদের আগে থেকে মজুদ ছিল বলে এই দামে দিচ্ছি।
বর্তমানে কমলা, বেদেনার দাম একই থাকলেও পেয়ারা, আপেল, আঙ্গুর ও আনারসের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
ফল | আগের দাম | বর্তমান দাম |
---|---|---|
আপেল | ১৩০ | ১৮০–২০০ |
মাল্টা | ১৬০ | ১৮০ |
পেঁপে | ৭০–৮০ | ৯০–১০০ |
আঙ্গুর | ২০০ | ২৮০ |
পেয়ারা | ৪০ | ৮০ |
ডাব | ৪০–৫০ | ৮০–১০০ |
কলা (হালি) | ৫–৮ | ২৫–৩৫ |
পাশাপাশি রমজানে খেজুরের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে খেজুরের। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। আজুয়া খেজুর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। খোলা সাধারণ খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আব্দুর রশিদ বলেন, ইফতারির জন্য খেজুর কিনতে এসেছিলাম। ভালো মানের খেজুরের দাম একটু বেশি হলেও সাধারণ খেজুর দাম সাধ্যের মধ্যেই আছে।
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
৩২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগেইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে