মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর থানা-পুলিশের ছয় দিনের প্রচেষ্টায় মোক্তারুল ইসলাম ভোদল (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুদের টাকা নিয়ে সৃষ্ট বিরোধে ভোদলকে জবাই করে হত্যা করেন তাঁর খালাতো ও মামাতো ভাই।
গতকাল রোববার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তাঁরা ভোদলকে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা মোক্তারুল ইসলাম ভোদল ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জায়গীরহাট বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
কিন্তু দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা ৯ সেপ্টেম্বর রাতেই থানায় একটি জিডি করেন। থানা-পুলিশ ওই রাতেই বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকা থেকে মোক্তারুল ইসলাম ভোদলের জবাই করা মরদেহ উদ্ধার করেন।
ধারণা করা হয়েছিল, মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীরা ভোদলকে জবাই করে হত্যা করে। কিন্তু থানা-পুলিশের ছয় দিনের তৎপরতায় হত্যার রহস্য উদ্ঘাটন হয়। ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়নি। সুদের কারবার নিয়ে সৃষ্ট বিরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ভোদলকে হত্যা করেছেন তাঁরই খালাতো ও মামাতো ভাই।
গতকাল রোববার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ।
তহিদুল ও আল আমিনের হেফাজত থেকে ভোদলের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ভোদল এবং তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিন উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভোদলের মা কল্পনা বেগম মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রংপুরের মিঠাপুকুর থানা-পুলিশের ছয় দিনের প্রচেষ্টায় মোক্তারুল ইসলাম ভোদল (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুদের টাকা নিয়ে সৃষ্ট বিরোধে ভোদলকে জবাই করে হত্যা করেন তাঁর খালাতো ও মামাতো ভাই।
গতকাল রোববার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তাঁরা ভোদলকে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা মোক্তারুল ইসলাম ভোদল ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জায়গীরহাট বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
কিন্তু দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা ৯ সেপ্টেম্বর রাতেই থানায় একটি জিডি করেন। থানা-পুলিশ ওই রাতেই বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকা থেকে মোক্তারুল ইসলাম ভোদলের জবাই করা মরদেহ উদ্ধার করেন।
ধারণা করা হয়েছিল, মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীরা ভোদলকে জবাই করে হত্যা করে। কিন্তু থানা-পুলিশের ছয় দিনের তৎপরতায় হত্যার রহস্য উদ্ঘাটন হয়। ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়নি। সুদের কারবার নিয়ে সৃষ্ট বিরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ভোদলকে হত্যা করেছেন তাঁরই খালাতো ও মামাতো ভাই।
গতকাল রোববার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ।
তহিদুল ও আল আমিনের হেফাজত থেকে ভোদলের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ভোদল এবং তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার খালাতো ভাই তহিদুল ইসলাম ও মামাতো ভাই আল আমিন উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভোদলের মা কল্পনা বেগম মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৪৩ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে