তরুণীকে অ্যাসিড নিক্ষেপের ৬ বছর পর যুবকের ১২ বছরের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ২৩: ৪৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবককে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আব্দুল হামিদ।

সাজাপ্রাপ্ত মামুন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। এ মামলার খালাস পাওয়া দুই আসামি হলেন—মামুনুর রশিদের বড় ভাই আব্দুল কুদ্দুস (৩৩) ও খোলড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে ফরহাত আলম (৩৪)। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুমি আক্তার (২২) হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রুমি আক্তার। পারিবারিক শত্রুতার জেরে হরিপুর টিঅ্যান্ডটি নামক এলাকায় রুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে মামলার এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা মাসুদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ ৬ বছর পর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ মামলায় রায় ঘোষণা করলেন আদালত। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত