চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৪১ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে