কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ‘মাদক মাফিয়া’ বলে খ্যাত যুবলীগ নেতা সোহরাব মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের সিডির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সোহরাব মিয়া ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন নেওয়ানীপাড়ার ইলাম উদ্দিনের ছেলে। তা ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুরের ছোট ভাই এবং যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোহরাব মিয়ার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রাম শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা হিসেবে তাঁর নাম পেয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাপুর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ‘শুধু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নয়, জুয়ার টাকার অংশ থানায় পৌঁছে দেওয়ার জন্য লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহরাব। অতীতে তাঁর বিরুদ্ধে থানায় বারবার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।’
যাত্রাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘সোহরাব এই এলাকার মাদক মাফিয়া। এলাকার যুব সমাজকে মাদকের ছোবলে সে শেষ করে দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনে অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব থাকায় সে পার পেয়ে যায়। আমি নিজে চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় উত্থাপন করেছিলাম। কিন্তু রহস্যজনকভাবে কোনো কাজ হয়নি।’
এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, সোহরাবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করা হবে। থানার লাইনম্যান হিসেবে কাজ করার বিষয়ে জানতে চাইলে জবাবে ওসি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অতীতে তার এমন কোনো সংশ্লিষ্টতা থাকলে তা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে।’
কুড়িগ্রামে ‘মাদক মাফিয়া’ বলে খ্যাত যুবলীগ নেতা সোহরাব মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের সিডির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সোহরাব মিয়া ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন নেওয়ানীপাড়ার ইলাম উদ্দিনের ছেলে। তা ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুরের ছোট ভাই এবং যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোহরাব মিয়ার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রাম শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা হিসেবে তাঁর নাম পেয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাপুর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ‘শুধু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নয়, জুয়ার টাকার অংশ থানায় পৌঁছে দেওয়ার জন্য লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহরাব। অতীতে তাঁর বিরুদ্ধে থানায় বারবার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।’
যাত্রাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘সোহরাব এই এলাকার মাদক মাফিয়া। এলাকার যুব সমাজকে মাদকের ছোবলে সে শেষ করে দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনে অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব থাকায় সে পার পেয়ে যায়। আমি নিজে চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় উত্থাপন করেছিলাম। কিন্তু রহস্যজনকভাবে কোনো কাজ হয়নি।’
এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, সোহরাবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করা হবে। থানার লাইনম্যান হিসেবে কাজ করার বিষয়ে জানতে চাইলে জবাবে ওসি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অতীতে তার এমন কোনো সংশ্লিষ্টতা থাকলে তা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে