মো. নাজমুল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর)
তেরো বছর আগে ২২ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। দুজনের পেট ছিল জোড়া লাগানো অবস্থায়। তাদের নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন জয় প্রকাশ। ওই সময় সারা দেশে আলোচনায় উঠে এসেছিল সেই ঘটনা।
জন্মের পাঁচ মাস পর চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। সেটিও ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। প্রতিবছর ঘটা করে তাদের জন্মদিন উদ্যাপন করে পরিবার ও এলাকাবাসী। আগামীকালই তাদের ১৪ তম জন্মদিন। দুই বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জয় প্রকাশ পালের বাড়ি। তাঁর স্ত্রী কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে (সিজার) অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা।
২০১০ সালে চিকিৎসকদের পরামর্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করান।
একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। এরপর ফিরে পায় স্বাভাবিক জীবন।
আজ রোববার সরেজমিনে গেলে জয় প্রকাশ জানান, ১৩ বছর পার করে দুই বোন ২২ আগস্ট ১৪ বছরে পা দিচ্ছে। তারা এখন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এ ছাড়া তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটি সবার বড়।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, তারা দুই বোন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির। ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বলে আশা করি।
আজ বিদ্যালয় থেকে ফেরার পথে মনি-মুক্তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। কুশল বিনিময়ের পর তাদের জীবনের লক্ষ্য জানতে চাইলে দুজনেই বলে, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা।
আগামীকাল সোমবার (২২ আগস্ট) বাড়িতে ঘরোয়া ভাবে মনি-মুক্তার জন্মদিন উদ্যাপন করা হবে বলে জানিয়েছে তাদের বড় ভাই স্বজল পাল।
তেরো বছর আগে ২২ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। দুজনের পেট ছিল জোড়া লাগানো অবস্থায়। তাদের নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন জয় প্রকাশ। ওই সময় সারা দেশে আলোচনায় উঠে এসেছিল সেই ঘটনা।
জন্মের পাঁচ মাস পর চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। সেটিও ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। প্রতিবছর ঘটা করে তাদের জন্মদিন উদ্যাপন করে পরিবার ও এলাকাবাসী। আগামীকালই তাদের ১৪ তম জন্মদিন। দুই বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জয় প্রকাশ পালের বাড়ি। তাঁর স্ত্রী কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে (সিজার) অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা।
২০১০ সালে চিকিৎসকদের পরামর্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করান।
একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। এরপর ফিরে পায় স্বাভাবিক জীবন।
আজ রোববার সরেজমিনে গেলে জয় প্রকাশ জানান, ১৩ বছর পার করে দুই বোন ২২ আগস্ট ১৪ বছরে পা দিচ্ছে। তারা এখন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এ ছাড়া তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটি সবার বড়।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, তারা দুই বোন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির। ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বলে আশা করি।
আজ বিদ্যালয় থেকে ফেরার পথে মনি-মুক্তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। কুশল বিনিময়ের পর তাদের জীবনের লক্ষ্য জানতে চাইলে দুজনেই বলে, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা।
আগামীকাল সোমবার (২২ আগস্ট) বাড়িতে ঘরোয়া ভাবে মনি-মুক্তার জন্মদিন উদ্যাপন করা হবে বলে জানিয়েছে তাদের বড় ভাই স্বজল পাল।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১৪ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৪২ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে