হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহের বিরুদ্ধে ত্রাণ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁকে প্রত্যাহার চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
গতকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের বরাবর লিখিত অভিযোগে সই করেন হাতীবান্ধা উপজেলার ১২টি ইউপির মধ্যে আটটির চেয়ারম্যান। ওই চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, জেলা প্রশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে পিআইও মাইদুলকে প্রত্যাহার করা না হলে ডিসেম্বরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেন উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন দুলু।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পিআইও মাইদুল ২০২১ সালে হাতীবান্ধা উপজেলায় যোগ দেওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও সরকারের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে আসছেন। তাঁর অনিয়মের কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি নিয়ে মারামারি ও মামলা হয়েছে।
ইউপি চেয়ারম্যানদেরকে সরকারের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী না দিয়ে পিআইও নিজেই নাম মাত্র ত্রাণ বিতরণ দেখিয়ে বাকিসব আত্মসাৎ করে আসছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত সব প্রকল্পে শতকরা ২০ ভাগ করে টাকা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ থেকে আরও জানা গেছে, গত বছর বন্যা কবলিত মানুষের জন্য যে ত্রাণ আসে এর অর্ধেক আত্মসাৎ করেছেন পিআইও। সরকারের দেওয়া বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী তিনি নিজের ইচ্ছেমতো নামমাত্র বিতরণ দেখিয়ে আত্মসাৎ করছেন। উপজেলা পরিষদের বরাদ্দ করা টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের শতকরা ২০ ভাগ টাকা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করেন।
পিআইও মাইদুলের অনিয়মের অতিষ্ঠ হয়ে উপজেলার ইউপি চেয়ারম্যানদের অ্যাসোসিয়েশন এক জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে তাঁকে দ্রুত প্রত্যাহার করাসহ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উপজেলার ১২টি ইউপির মধ্যে আটটির চেয়ারম্যান সই করেন।
এ ছাড়া পিআইও মাইদুলের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরও তাঁর বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিঙ্গিমারী ইউপির চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘পিআইওর আমলে আমরা সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছি। সরকারি ত্রাণ, সাহায্য-সহযোগিতা, কম্বল, দুম্বার মাংস তিনি একক সিদ্ধান্তে পছন্দের লোকের মাধ্যমে নামমাত্র বিতরণ করেন। পিআইওর যে অনিয়ম চলছে সেটা বন্ধ না হলে আমি ডিসেম্বর মাসের পর পদত্যাগ করব বলে মাসিক সমন্বয় সভায় ঘোষণা দিয়েছি।’
পিআইও মাইদুল জামায়াত-বিএনপির লোকজনকে প্রাধান্য দেন বলে অভিযোগ তুলেছেন হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। তিনি বলেন, ‘পিআইও জামায়াত-বিএনপি সমর্থিত। তিনি টাকা ছাড়া কোনো ফাইল সই করেন না। নিজের ইচ্ছা খেয়ালমত ত্রাণ ও প্রকল্প বিতরণ করেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা পদত্যাগ করব।’
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প ও ত্রাণ বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহা বলেন, ‘আমার কোনো বক্তব্য নেই। তবে ইউপি চেয়ারম্যানেরা যেহেতু অভিযোগ করেছেন। তদন্তের পর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, ‘আমাকে কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি শুনেছি। যেহেতু মন্ত্রণালয়ে অভিযোগ করেছে সেহেতু তারাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ উল্যাহ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অনুলিপি পাইনি। আর বিষয়টি আমার জানা নেই।’
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহের বিরুদ্ধে ত্রাণ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁকে প্রত্যাহার চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
গতকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের বরাবর লিখিত অভিযোগে সই করেন হাতীবান্ধা উপজেলার ১২টি ইউপির মধ্যে আটটির চেয়ারম্যান। ওই চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, জেলা প্রশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে পিআইও মাইদুলকে প্রত্যাহার করা না হলে ডিসেম্বরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেন উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন দুলু।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পিআইও মাইদুল ২০২১ সালে হাতীবান্ধা উপজেলায় যোগ দেওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও সরকারের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে আসছেন। তাঁর অনিয়মের কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি নিয়ে মারামারি ও মামলা হয়েছে।
ইউপি চেয়ারম্যানদেরকে সরকারের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী না দিয়ে পিআইও নিজেই নাম মাত্র ত্রাণ বিতরণ দেখিয়ে বাকিসব আত্মসাৎ করে আসছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত সব প্রকল্পে শতকরা ২০ ভাগ করে টাকা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ থেকে আরও জানা গেছে, গত বছর বন্যা কবলিত মানুষের জন্য যে ত্রাণ আসে এর অর্ধেক আত্মসাৎ করেছেন পিআইও। সরকারের দেওয়া বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী তিনি নিজের ইচ্ছেমতো নামমাত্র বিতরণ দেখিয়ে আত্মসাৎ করছেন। উপজেলা পরিষদের বরাদ্দ করা টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের শতকরা ২০ ভাগ টাকা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করেন।
পিআইও মাইদুলের অনিয়মের অতিষ্ঠ হয়ে উপজেলার ইউপি চেয়ারম্যানদের অ্যাসোসিয়েশন এক জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে তাঁকে দ্রুত প্রত্যাহার করাসহ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উপজেলার ১২টি ইউপির মধ্যে আটটির চেয়ারম্যান সই করেন।
এ ছাড়া পিআইও মাইদুলের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরও তাঁর বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিঙ্গিমারী ইউপির চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘পিআইওর আমলে আমরা সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছি। সরকারি ত্রাণ, সাহায্য-সহযোগিতা, কম্বল, দুম্বার মাংস তিনি একক সিদ্ধান্তে পছন্দের লোকের মাধ্যমে নামমাত্র বিতরণ করেন। পিআইওর যে অনিয়ম চলছে সেটা বন্ধ না হলে আমি ডিসেম্বর মাসের পর পদত্যাগ করব বলে মাসিক সমন্বয় সভায় ঘোষণা দিয়েছি।’
পিআইও মাইদুল জামায়াত-বিএনপির লোকজনকে প্রাধান্য দেন বলে অভিযোগ তুলেছেন হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। তিনি বলেন, ‘পিআইও জামায়াত-বিএনপি সমর্থিত। তিনি টাকা ছাড়া কোনো ফাইল সই করেন না। নিজের ইচ্ছা খেয়ালমত ত্রাণ ও প্রকল্প বিতরণ করেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা পদত্যাগ করব।’
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প ও ত্রাণ বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহা বলেন, ‘আমার কোনো বক্তব্য নেই। তবে ইউপি চেয়ারম্যানেরা যেহেতু অভিযোগ করেছেন। তদন্তের পর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, ‘আমাকে কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি শুনেছি। যেহেতু মন্ত্রণালয়ে অভিযোগ করেছে সেহেতু তারাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ উল্যাহ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অনুলিপি পাইনি। আর বিষয়টি আমার জানা নেই।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে