নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিক নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১১: ৩০

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে রনজু মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রনজু মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের শুকরু মিয়ার ছেলে। এর আগে রোববার বিকেলে উপজেলার ধাপেরহাট বাজারের রংপুর-ঢাকা মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধাপেরহাট বাজারের সুব্রত সাহার মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণ কাজ। সেখানে সকাল থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন রনজু মিয়া। বিকেলে ইট সরাতে গিয়ে বিল্ডিংটির দেয়াল ধসে রনজুর গায়ের ওপরে পড়ে। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে রনজু মিয়া মারা যান। 

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত