শিপুল ইসলাম, রংপুর
বাহে, উন্নয়নের বাতি ফিউজ হয়্যা গেইছে, দিনে রাইতে ১৫ ঘণ্টা কারেন্ট থাকোছে না। মরণ গরমোত হামার ফ্যান চলোছে না, হাতপাখার বাতাসে গাও জুড়ায় না। সারা রাইত চেতন থাকি সকালে কৃষাণী করিবার পারুছি না। আর কদ্দিন এইংক্যা করি চলবার নাগবে। জীবন আর বাঁচোছে না। কদ্দিন যে শোননো কারেন্ট ফেরি করি বেচাইবে, এ্যালা কেন তাক থাকুছে না।
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে আক্ষেপ করে ইকরচালী বাজারে কথাগুলো বলছিলেন তারাগঞ্জের ইকরচালী গ্রামের দিনমজুর বাদশা মিয়ার।
রংপুর নগরীর শাহিপাড়া গ্রামের রুকন মিয়ার চার ছেলে মেয়ে। ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসার চালান তিনি। আগে সারা দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হতো। কিন্তু লোডশেডিংয়ের কারণে গাড়িতে ঠিকমতো চার্জ করাতে না পারায় এখন সেই আয় ঠেকেছে ৩০০-৪০০ টাকায়। এ টাকায় ঊর্ধ্বমুখী বাজারে সংসার চালাতে খাচ্ছেন হিমশিম।
রুকন মিয়া বলেন, ‘ভাই, না পাওছি ঠিকমতো ঘুমবার, না পাওছি খাবার। কামাই তো নাই। সারা দিনে রাইতে মিলে অর্ধেকও চার্জ হয় না। খুব কষ্টে বাঁচি আছি।’
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে রংপুরের মানুষের জনজীবন। শহরে সারা দিনে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকছে না। আর গ্রামে থাকছে না ১৪ থেকে ১৫ ঘণ্টা। বিশেষ করে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছে না মানুষ। এতে স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কমছে কর্মঘণ্টাও। লোডশেডিংয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পোলট্রি খামারিরা।
নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র বলছে, রাতের বেলায় কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ লোডশেডিং বেড়েছে। দিনের বেলায়ও চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় লোডশেডিং হচ্ছে। এটি জাতীয় সমস্যা।
ইকরচালীর লেদ মেকানিক মহুবার হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিল তো ঠিকই, কারেন্ট কেন পাওছি না। কারেন্ট না থাকায় ঠিকমতো ব্যবসা করতে পারছি না। বসে রেখে ৫ জন কর্মচারীকে বেতন দিচ্ছে হচ্ছে।’
চার মাসের কোলের শিশুকে হাসপাতালে নেওয়ার সময় বামনদীঘি বাজারে কথা হয় হাড়িয়ারকুঠির গৃহবধূ মন্নুজা বেগমের সঙ্গে। গরমে ঘাম বসে গিয়ে তাঁর শিশু অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে মন্নুজা বলেন, ‘রাইতোত দুই ঘণ্টাও কারেন্ট থাকোছে না। ১১টার সময় যায় আর ভোর ৫টায় আইসে। সারাইত শরীর দিয়া ঝরির মতোন ঘাম পড়ে ঘুম হয় না। কোলার ছাওয়াটা ঘামতে ঘামতে অসুস্থ হয়া গেইছে। হাসপাতাল নেওছুন।’
নেসকোর রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘রংপুর বিভাগে বিকেল ৩টা পর্যন্ত নেসকো ও পিবিএসর ৯০৪ মেগাওয়াটের বিপরীতে ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। লোডশেডিং ছিল ২৩৭ মেগাওয়াট। রাতের বেলা কুইক রেন্টালগুলো বন্ধ থাকায় সে সময় একটু লোডশেডিং বৃদ্ধি পায়।’
বাহে, উন্নয়নের বাতি ফিউজ হয়্যা গেইছে, দিনে রাইতে ১৫ ঘণ্টা কারেন্ট থাকোছে না। মরণ গরমোত হামার ফ্যান চলোছে না, হাতপাখার বাতাসে গাও জুড়ায় না। সারা রাইত চেতন থাকি সকালে কৃষাণী করিবার পারুছি না। আর কদ্দিন এইংক্যা করি চলবার নাগবে। জীবন আর বাঁচোছে না। কদ্দিন যে শোননো কারেন্ট ফেরি করি বেচাইবে, এ্যালা কেন তাক থাকুছে না।
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে আক্ষেপ করে ইকরচালী বাজারে কথাগুলো বলছিলেন তারাগঞ্জের ইকরচালী গ্রামের দিনমজুর বাদশা মিয়ার।
রংপুর নগরীর শাহিপাড়া গ্রামের রুকন মিয়ার চার ছেলে মেয়ে। ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসার চালান তিনি। আগে সারা দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হতো। কিন্তু লোডশেডিংয়ের কারণে গাড়িতে ঠিকমতো চার্জ করাতে না পারায় এখন সেই আয় ঠেকেছে ৩০০-৪০০ টাকায়। এ টাকায় ঊর্ধ্বমুখী বাজারে সংসার চালাতে খাচ্ছেন হিমশিম।
রুকন মিয়া বলেন, ‘ভাই, না পাওছি ঠিকমতো ঘুমবার, না পাওছি খাবার। কামাই তো নাই। সারা দিনে রাইতে মিলে অর্ধেকও চার্জ হয় না। খুব কষ্টে বাঁচি আছি।’
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে রংপুরের মানুষের জনজীবন। শহরে সারা দিনে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকছে না। আর গ্রামে থাকছে না ১৪ থেকে ১৫ ঘণ্টা। বিশেষ করে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছে না মানুষ। এতে স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কমছে কর্মঘণ্টাও। লোডশেডিংয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পোলট্রি খামারিরা।
নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র বলছে, রাতের বেলায় কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ লোডশেডিং বেড়েছে। দিনের বেলায়ও চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় লোডশেডিং হচ্ছে। এটি জাতীয় সমস্যা।
ইকরচালীর লেদ মেকানিক মহুবার হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিল তো ঠিকই, কারেন্ট কেন পাওছি না। কারেন্ট না থাকায় ঠিকমতো ব্যবসা করতে পারছি না। বসে রেখে ৫ জন কর্মচারীকে বেতন দিচ্ছে হচ্ছে।’
চার মাসের কোলের শিশুকে হাসপাতালে নেওয়ার সময় বামনদীঘি বাজারে কথা হয় হাড়িয়ারকুঠির গৃহবধূ মন্নুজা বেগমের সঙ্গে। গরমে ঘাম বসে গিয়ে তাঁর শিশু অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে মন্নুজা বলেন, ‘রাইতোত দুই ঘণ্টাও কারেন্ট থাকোছে না। ১১টার সময় যায় আর ভোর ৫টায় আইসে। সারাইত শরীর দিয়া ঝরির মতোন ঘাম পড়ে ঘুম হয় না। কোলার ছাওয়াটা ঘামতে ঘামতে অসুস্থ হয়া গেইছে। হাসপাতাল নেওছুন।’
নেসকোর রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘রংপুর বিভাগে বিকেল ৩টা পর্যন্ত নেসকো ও পিবিএসর ৯০৪ মেগাওয়াটের বিপরীতে ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। লোডশেডিং ছিল ২৩৭ মেগাওয়াট। রাতের বেলা কুইক রেন্টালগুলো বন্ধ থাকায় সে সময় একটু লোডশেডিং বৃদ্ধি পায়।’
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৪ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে