সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল ১০ দিনের রিমান্ডে 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩৫

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (২) হাকিম মো. মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

আনুমানিক দুপুর পৌনে ১২টার দিকে তমালকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার দুই তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও উপপুলিশ পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা রিমান্ডের পৃথক শুনানিতে অংশ নেন। 

আদালতের হাকিম শুনানির পর অস্ত্র আইন এবং গুলিবর্ষণ মামলায় পাঁচ দিন করে সর্বমোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর আসামিকে পাবনা কারাগারে নিয়ে যাওয়া হয়। 

এর আগে ঈশ্বরদীর কাচারিপাড়া ছাত্র–জনতা মিছিলে হামলার ঘটনায় গত ১৫ আগস্ট শিরহান শরীফ তমালসহ ৭১ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 

এ মামলায় তমালকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পিস্তল–গুলিসহ মাদক উদ্ধার করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয় ঈশ্বরদী থানায়। 

গ্রেপ্তারের পরপরই দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা পৃথক পৃথক ভাবে রিমান্ডের আবেদন করেন আদালতে। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানির ধার্যদিনে রিমান্ডের এ আদেশ দেন আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত