লালপুরে ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

 লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১: ০২
Thumbnail image
নিহত সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গোপ্পী। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্য ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নিল জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য হলেন জহুরুল ইসলাম গোপ্পী (৫৫)। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে এবং ঈশ্বরদী ইউপির সাবেক সদস্য।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল নাটোর থেকে মোটরসাইকেলে করে গতকাল শনিবার সন্ধ্যায় গৌরীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে এলে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি নুরুজ্জামান বলেন, অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেরাউনের বাণী খচিত নতুন প্রাসাদ নিয়ে বিতর্কে মিসরের সিসি

আন্তক্যাডার দ্বন্দ্বে বরখাস্তেও প্রশাসনের ছড়ি

শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাসউদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

বিকেলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত