কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে ক্ষতি হচ্ছে ইরি ও বোরো বীজতলা। চারা হলুদ বর্ণ ধারণ করেছে, কিছু কিছু জমিতে চারা মারাও যাচ্ছে। এমন অবস্থায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোল্ড ইনজুরি কেটে না উঠলে বাজারে চারার দাম ব্যাপক হারে বেড়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২২-২৩ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য বীজতলা তৈরি করা হয়েছে মোট ৯৩০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ১০, হাইব্রিড ১১০ ও বোরো উফসী জাতের ৮১০ হেক্টর বীজতলা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমের ধান আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজ বপনের পর চারাগুলো তিন চার ইঞ্চি লম্বা হয়েছে। এরই মধ্যে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না পাওয়ায় চারা হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কোথাও চারা মরতে শুরু করেছে।
মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘বীজতলা তৈরি করে বপনের পর আবহাওয়া ভালোই ছিল। চারা সবুজ বর্ণ হয়েছিল। কিন্তু কয়দিনের তীব্র শীত আর কুয়াশায় হলুদ হয়ে গেছে। এমন অবস্থায় চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছি।’
চালিতাডাঙ্গার আব্দুল কাদের বলেন, ‘ধানের চারা জাড়ে নষ্ট হয়া যাইত্যাছে। কী হরমু! চারা বড় তো হইতাছেই না, আরও হইলদ্যা হইতাছে। কত কত ভুইয়ে মইরা যাইতাছে।’
গাড়াবেড় গ্রামের কৃষক শুকুর আলী বলেন, ‘শীত তাড়াতাড়ি না কমলি চারা নষ্ট হয়ে যাইব। তা ছাড়া বেছন (চারা) কিনা গারা নাইগবো। দামও বাইরবো। তহন আবাদ কইমা আইসপো। আমরা ক্ষতির সম্মুখীন হমু।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে রঙিন পলিথিন দিয়ে সন্ধ্যায় বীজতলা ঢেকে রাখে, পরদিন সূর্য না ওঠা পর্যন্ত। আর বীজতলার বেডের ফাঁকা স্থানে পানি রাখতে বলা হয়েছে।’
সিরাজগঞ্জের কাজীপুরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে ক্ষতি হচ্ছে ইরি ও বোরো বীজতলা। চারা হলুদ বর্ণ ধারণ করেছে, কিছু কিছু জমিতে চারা মারাও যাচ্ছে। এমন অবস্থায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোল্ড ইনজুরি কেটে না উঠলে বাজারে চারার দাম ব্যাপক হারে বেড়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২২-২৩ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য বীজতলা তৈরি করা হয়েছে মোট ৯৩০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ১০, হাইব্রিড ১১০ ও বোরো উফসী জাতের ৮১০ হেক্টর বীজতলা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমের ধান আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজ বপনের পর চারাগুলো তিন চার ইঞ্চি লম্বা হয়েছে। এরই মধ্যে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না পাওয়ায় চারা হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কোথাও চারা মরতে শুরু করেছে।
মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘বীজতলা তৈরি করে বপনের পর আবহাওয়া ভালোই ছিল। চারা সবুজ বর্ণ হয়েছিল। কিন্তু কয়দিনের তীব্র শীত আর কুয়াশায় হলুদ হয়ে গেছে। এমন অবস্থায় চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছি।’
চালিতাডাঙ্গার আব্দুল কাদের বলেন, ‘ধানের চারা জাড়ে নষ্ট হয়া যাইত্যাছে। কী হরমু! চারা বড় তো হইতাছেই না, আরও হইলদ্যা হইতাছে। কত কত ভুইয়ে মইরা যাইতাছে।’
গাড়াবেড় গ্রামের কৃষক শুকুর আলী বলেন, ‘শীত তাড়াতাড়ি না কমলি চারা নষ্ট হয়ে যাইব। তা ছাড়া বেছন (চারা) কিনা গারা নাইগবো। দামও বাইরবো। তহন আবাদ কইমা আইসপো। আমরা ক্ষতির সম্মুখীন হমু।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে রঙিন পলিথিন দিয়ে সন্ধ্যায় বীজতলা ঢেকে রাখে, পরদিন সূর্য না ওঠা পর্যন্ত। আর বীজতলার বেডের ফাঁকা স্থানে পানি রাখতে বলা হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৬ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৩ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৯ মিনিট আগে