বগুড়া কারাগারের জেল সুপারকে বদলি

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৭: ২২

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনার সাড়ে তিন মাস পর জেল সুপারকে বদলি করা হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেনকে গাইবান্ধা জেলা কারাগারে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে বদলির আদেশ জারি করা হয়।
 
বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরিফ জানান, জেল সুপারের বদলির আদেশ হয়েছে। তবে নবাগত জেল সুপার এখনো যোগদান করেননি। 

উল্লেখ্য, গত ২৫ জুন রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি। ভোররাতে স্থানীয় লোকজনের হাতে পালিয়ে যাওয়া চার আটক হয়। ফাঁসির আসামি পালানোর ঘটনায় দেশজুড়ে কারাগারগুলোয় তোলপাড় শুরু হয়। একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। একজন ডেপুটি জেলারসহ সাময়িক বরখাস্ত করা হয় সাতজন কারারক্ষীকে। বদলি করা হয় জেলার ফরিদুর রহমান রুবেলকে। কিন্তু বহাল তবিয়তে থাকেন জেল সুপার আনোয়ার হোসেন। 

এ নিয়ে বগুড়া জেলা কারাগারে কারারক্ষীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি জেলার বলেন, ‘বন্দী পালানোর ঘটনায় কারাবিধি অনুযায়ী জেলার ও জেল সুপার দায় এড়াতে পারেন না। অথচ তাঁদের শাস্তির আওতায় আনা হয়নি।’ 

এদিকে গত ১৮ সেপ্টেম্বর বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে কারাগারের জেল সুপারের অনিয়ম এবং বন্দী পালানোর বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে অবহিত করা হয়। জেলা প্রশাসক এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত