চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনা জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে চাটমোহর উপজেলার দুজন সাধারণ সদস্য পদপ্রার্থী একই সংখ্যক ভোট পেয়েছেন। মোট ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোট দিয়েছেন। এর মধ্যে তাঁরা উভয়েই পেয়েছেন ৬৩টি করে ভোট।
সমান ভোট পেয়ে এগিয়ে থাকা প্রার্থী দুজন হলেন—হেলাল উদ্দিন (হাতি প্রতীক) ও সাইদুল ইসলাম (তালা প্রতীক)। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, জেলা নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে।
আজ সোমবার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। অপর তিন প্রার্থী হলেন—এ এইচ এম কামরুজ্জামান। তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ২৮ টি, অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী। তিনি উট পাখি প্রতীকে নির্বাচনে করে ভোট পেয়েছেন ৩টি এবং আমিনুল ইসলাম। বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ১ টি।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে আফিয়া খাতুন (হরিণ) পেয়েছেন ৬৩ ভোট, গুলশাহানারা পারভীন (টেবিল ঘড়ি) পেয়েছেন ২৪ ভোট, ছাবিনা ইয়াসমিন (মাইক) পেয়েছেন ৬৬ ভোট ও ফরিদা ইয়াসমিন (ফুটবল) পেয়েছেন ৫ ভোট। এ নির্বাচনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর তিন উপজেলার ভোটে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
সমান ভোটে এগিয়ে থাকা প্রার্থীদের মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমি কিছুই বলতে পারছি না। এ ব্যাপারে জেলা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’
পাবনা জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে চাটমোহর উপজেলার দুজন সাধারণ সদস্য পদপ্রার্থী একই সংখ্যক ভোট পেয়েছেন। মোট ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোট দিয়েছেন। এর মধ্যে তাঁরা উভয়েই পেয়েছেন ৬৩টি করে ভোট।
সমান ভোট পেয়ে এগিয়ে থাকা প্রার্থী দুজন হলেন—হেলাল উদ্দিন (হাতি প্রতীক) ও সাইদুল ইসলাম (তালা প্রতীক)। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, জেলা নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে।
আজ সোমবার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। অপর তিন প্রার্থী হলেন—এ এইচ এম কামরুজ্জামান। তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ২৮ টি, অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী। তিনি উট পাখি প্রতীকে নির্বাচনে করে ভোট পেয়েছেন ৩টি এবং আমিনুল ইসলাম। বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ১ টি।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে আফিয়া খাতুন (হরিণ) পেয়েছেন ৬৩ ভোট, গুলশাহানারা পারভীন (টেবিল ঘড়ি) পেয়েছেন ২৪ ভোট, ছাবিনা ইয়াসমিন (মাইক) পেয়েছেন ৬৬ ভোট ও ফরিদা ইয়াসমিন (ফুটবল) পেয়েছেন ৫ ভোট। এ নির্বাচনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর তিন উপজেলার ভোটে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
সমান ভোটে এগিয়ে থাকা প্রার্থীদের মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমি কিছুই বলতে পারছি না। এ ব্যাপারে জেলা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২১ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৯ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে