নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’
রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’
রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে ববির গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করায় এই অসন্তোষ দেখা দিয়েছে।
২৮ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রাম। উপজেলা শহর থেকে এ গ্রামের দূরত্ব অন্তত ১০ কিলোমিটার। কয়েক বছর আগেও পড়ন্ত বেলায় গ্রামটিতে শোনা যেতে শিশু-কিশোরদের হইহুল্লোড়
১ ঘণ্টা আগেনিজেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী পরিচয় দিয়ে ভর্তি এক রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তরুণীকে
১ ঘণ্টা আগেআরামদায়ক ও যানজটমুক্ত ভ্রমণের জন্য এখনো অনেকের কাছে পছন্দ ঢাকা-চাঁদপুর নৌপথ। তবে চাঁদপুর টার্মিনালে যাত্রীদের জন্য নেই তেমন সুযোগ-সুবিধা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে