চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের ছোবলে ঘুমন্ত এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কানসাট কলাবাড়ী এলাকার মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজ ফল ভান্ডারের আড়তে এই ঘটনা ঘটে।
সাপের ছোবলে আম ব্যবসায়ীর মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান।
মারা যাওয়া আম ব্যবসায়ী হলেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মহম্মদ আলী (৪০)। পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান মহম্মদ আলীর স্বজনেরা।
আমের আড়তের মালিক মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজের মালিক আবু সালেহ বলেন, ‘রোববার রাতে মহম্মদ আলীসহ আরও কয়েকজন আম ব্যাপারী আড়তে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মহম্মদ আলীকে ছোবল দিয়ে আমের ক্যারেটের সারির ভেতর ঢুকে পড়ে। পরে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না দিয়ে স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকেরা। সকাল ৯টার দিকে অবস্থান অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে মারা যান তিনি।’
আবু সালেহ অভিযোগ করে বলেন, ‘রাতেই যদি উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে স্থানান্তর করা হতো তাহলে ভ্যাকসিন দিয়ে বাঁচানো যেত। কিন্তু চিকিৎসক ভ্যাকসিন না দিয়ে অবহেলা করেছেন।’
এদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমান মানিক বলেন, ‘চিকিৎসায় অবহেলা বা গাফিলতি করা হয়নি। নিয়ম মেনেই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান বলেন, ‘মৃত ব্যক্তির স্বজনরা আমার কাছে এসেছিলেন। তাঁরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের ছোবলে ঘুমন্ত এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কানসাট কলাবাড়ী এলাকার মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজ ফল ভান্ডারের আড়তে এই ঘটনা ঘটে।
সাপের ছোবলে আম ব্যবসায়ীর মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান।
মারা যাওয়া আম ব্যবসায়ী হলেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মহম্মদ আলী (৪০)। পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান মহম্মদ আলীর স্বজনেরা।
আমের আড়তের মালিক মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজের মালিক আবু সালেহ বলেন, ‘রোববার রাতে মহম্মদ আলীসহ আরও কয়েকজন আম ব্যাপারী আড়তে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মহম্মদ আলীকে ছোবল দিয়ে আমের ক্যারেটের সারির ভেতর ঢুকে পড়ে। পরে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না দিয়ে স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকেরা। সকাল ৯টার দিকে অবস্থান অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে মারা যান তিনি।’
আবু সালেহ অভিযোগ করে বলেন, ‘রাতেই যদি উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে স্থানান্তর করা হতো তাহলে ভ্যাকসিন দিয়ে বাঁচানো যেত। কিন্তু চিকিৎসক ভ্যাকসিন না দিয়ে অবহেলা করেছেন।’
এদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমান মানিক বলেন, ‘চিকিৎসায় অবহেলা বা গাফিলতি করা হয়নি। নিয়ম মেনেই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান বলেন, ‘মৃত ব্যক্তির স্বজনরা আমার কাছে এসেছিলেন। তাঁরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২ ঘণ্টা আগে