চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদের সদস্যরাই জেলার তিনটি আসনের হয়ে আবারও প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহা. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ বিজয়ী হয়েছেন। রাতে ফলাফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ওই তিনজনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৭ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মুহা. গোলাম মোস্তাফা পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৪৮ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মুহা. জিয়াউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৮৩ হাজার ৬০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
তবে দুপুরে নোঙর প্রতীকের প্রার্থী ভোট বর্জন করেছেন। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আব্দুল ওদুদ।
এর আগে, ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিত কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ে। কেন্দ্রের বাইরে জটলা থাকলেও, উপস্থিতি কম ছিল কেন্দ্রের ভিতর।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে সাত রাজনৈতিক দলের ১৩ প্রার্থীসহ ১৬ জন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ ও বিএনএফের প্রার্থী, জেলার দুটি আসনে জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রার্থী রয়েছেন।
এ ছাড়া বিএনএম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস দলের একজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।
চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, ভোটের দিন সকাল ৮টা থেকে একযোগে ৫১২ কেন্দ্রে ভোট শুরু হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদের সদস্যরাই জেলার তিনটি আসনের হয়ে আবারও প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহা. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ বিজয়ী হয়েছেন। রাতে ফলাফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ওই তিনজনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৭ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মুহা. গোলাম মোস্তাফা পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৪৮ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মুহা. জিয়াউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৮৩ হাজার ৬০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
তবে দুপুরে নোঙর প্রতীকের প্রার্থী ভোট বর্জন করেছেন। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আব্দুল ওদুদ।
এর আগে, ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিত কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ে। কেন্দ্রের বাইরে জটলা থাকলেও, উপস্থিতি কম ছিল কেন্দ্রের ভিতর।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে সাত রাজনৈতিক দলের ১৩ প্রার্থীসহ ১৬ জন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ ও বিএনএফের প্রার্থী, জেলার দুটি আসনে জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রার্থী রয়েছেন।
এ ছাড়া বিএনএম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস দলের একজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।
চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, ভোটের দিন সকাল ৮টা থেকে একযোগে ৫১২ কেন্দ্রে ভোট শুরু হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১০ ঘণ্টা আগে