নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ১৫ ছাত্রীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় সহকারী শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্ত চালিয়েছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন। এর আগে রোববার (২৪ নভেম্বর) গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আজিজুল হক ছাত্রীদের মারধর করেন।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দেয়ালে শিক্ষকের নামে ব্যঙ্গাত্মক কথা লেখা পাওয়া যায়। লেখাগুলি কে লিখেছে তা নিশ্চিত করতে না পেরে তিনি শ্রেণিকক্ষের সব ছাত্রীকে পেটান। তবে কোনো ছাত্রকে মারধর করা হয়নি। ছাত্রীরা বাড়ি যাওয়ার পর তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর মধ্যে একজন অভিভাবক, ভুক্তভোগী ছাত্রীর বাবা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আজিজুল হক বলেন, ‘আমি ক্লাস নিলে এই শিক্ষার্থীরা হইচই করে। কিন্তু কয়েকদিন আগে গিয়ে দেখলাম আরেক শিক্ষকের ক্লাসে তারা সুন্দরভাবেই বসে আছে। আমি জানতে চাইলাম, আমার ক্লাসে কেন তারা হইচই করে। তখন এক ছাত্রী দাঁড়িয়ে বলে, ‘স্যার, আপনি তো একটা গাঁধা স্যার।’ ’ অন্য একজন শিক্ষকের সামনে ছাত্রীর মুখে এ কথা শুনে আমার মন খারাপ হয়। পরদিন দেখি শ্রেণিকক্ষের দেয়ালে আমার সম্পর্কে আপত্তিকর কথা লেখা। আমার ধারণা এটা ছাত্রীরাই লিখেছে। তাই ১৫-১৬ জন ছাত্রীকে মেরেছি। এরমধ্যে একজনের শরীরে দাগ বসে গেছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আল-মামুন গতকাল সোমবার (২৫ নভেম্বর) সরেজমিনে তদন্ত করেন। তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক আজিজুল হক লিখিতভাবে অভিযোগ স্বীকার করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে। তিনিই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ১৫ ছাত্রীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় সহকারী শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্ত চালিয়েছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন। এর আগে রোববার (২৪ নভেম্বর) গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আজিজুল হক ছাত্রীদের মারধর করেন।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দেয়ালে শিক্ষকের নামে ব্যঙ্গাত্মক কথা লেখা পাওয়া যায়। লেখাগুলি কে লিখেছে তা নিশ্চিত করতে না পেরে তিনি শ্রেণিকক্ষের সব ছাত্রীকে পেটান। তবে কোনো ছাত্রকে মারধর করা হয়নি। ছাত্রীরা বাড়ি যাওয়ার পর তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর মধ্যে একজন অভিভাবক, ভুক্তভোগী ছাত্রীর বাবা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আজিজুল হক বলেন, ‘আমি ক্লাস নিলে এই শিক্ষার্থীরা হইচই করে। কিন্তু কয়েকদিন আগে গিয়ে দেখলাম আরেক শিক্ষকের ক্লাসে তারা সুন্দরভাবেই বসে আছে। আমি জানতে চাইলাম, আমার ক্লাসে কেন তারা হইচই করে। তখন এক ছাত্রী দাঁড়িয়ে বলে, ‘স্যার, আপনি তো একটা গাঁধা স্যার।’ ’ অন্য একজন শিক্ষকের সামনে ছাত্রীর মুখে এ কথা শুনে আমার মন খারাপ হয়। পরদিন দেখি শ্রেণিকক্ষের দেয়ালে আমার সম্পর্কে আপত্তিকর কথা লেখা। আমার ধারণা এটা ছাত্রীরাই লিখেছে। তাই ১৫-১৬ জন ছাত্রীকে মেরেছি। এরমধ্যে একজনের শরীরে দাগ বসে গেছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আল-মামুন গতকাল সোমবার (২৫ নভেম্বর) সরেজমিনে তদন্ত করেন। তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক আজিজুল হক লিখিতভাবে অভিযোগ স্বীকার করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে। তিনিই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্য
১৯ মিনিট আগেনাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগে