পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা, যুবক কারাগারে 

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২০: ৩৭

নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ছালাম শাহ (৪৫) নামের দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এদিন রাতেই নিহতের ভাতিজা মো. শহিদুল ইসলাম মো. সাহেব আলীকে (৩৫) আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই তাঁকে গ্রেপ্তার করে। 

নিহত দোকানির নাম মো. ছালাম শাহ (৪৫)। তিনি চৌডাঙ্গা গ্রামের ইয়াজ উদ্দিন শাহের ছেলে। গ্রেপ্তার সাহেব আলী একই গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে। 

বাদী জানান, চৌষডাঙ্গায় ছালাম শাহের চায়ের দোকান। সাহেব আলী তাঁর দোকানে ২০০ টাকা বাকি রাখেন। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায় ৮ মাস আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় সাহেব বলেন, ‘তোর টাকাও দেব না, তোকে শিক্ষা দেব, সুযোগ পেলে তোকে খুন করব।’ এর জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দোকানে চা খেয়ে চলে যান। 

রাত ১টার দিকে তিনি দোকানে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। তার চাচা ছালাম শাহ রাতে দোকানেই ঘুমাতেন। আগুনের তাপে দ্রুত দোকান থেকে বাইরে এলে সাহেবের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে দোকানের সামনে ঘাড়ে কোপ দেন। এমনকি বাম হাতের কনুই ও কবজির মাঝখানেও কোপ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

স্থানীয় বাসিন্দা ওহিদুল ইসলাম জানান, সাহেব পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ২টার দিকে তিনি ঘর হতে রাস্তায় বের হন। এ সময় সাহেবকে ধরতে গেলে তাঁকে কোপ দিলে বাম হাত কেটে যায়। 

একপর্যায়ে ওহিদুলকে সাহেব বলেন, ‘একটা খুন করে আসছি, তোকেও খুন করব।’ এ সময় ওহিদুলের চিৎকারে এলাকার লোকজন তাঁকে তাৎক্ষণিক আটক করে পুলিশে খবর দেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাহেবকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত