ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
চতুর্থ ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক হওয়ায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী জোরেশোরে মাঠে নেমেছেন। সম্ভাব্য প্রার্থী সবাই নৌকা প্রতীক চাইছেন। এরই মধ্যে তাঁরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইউনিয়নগুলো হলো—দিলপাশার, অষ্টমনিষা, খানমরিচ ও পার-ভাঙ্গুড়া।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে ২০১৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তিনটিতে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটিতে জয় পায় বিএনপি। পরে ২০০০ সালের অক্টোবরে বাকি দুটি ইউনিয়ন নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
নির্বাচনে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেদায়তুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদশা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনুর রহমান মজনু নৌকা প্রতীক চাইছেন।
অষ্টমনিষা ইউনিয়নে নৌকা প্রতীক চাইছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সাবেক ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মমিনুল ইসলাম।
দিলপাশার ইউনিয়নে নৌকা প্রতীক চাইছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো, মহিলা আওয়ামী লীগের নেত্রী আফিয়া সুলতানা আঁখি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহান মোল্লা।
খানমরিচ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছাদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর-ঊন-নবী মণ্ডল দুলাল মাস্টার ও সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন খান মিঠু নৌকা প্রতীক চাইছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলার চারটি ইউনিয়নের মোট ১৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুকসানা নাছরীন আজকের পত্রিকাকে বলেন, চতুর্থ ধাপে ঘোষিত তফসিলে উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
চতুর্থ ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক হওয়ায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী জোরেশোরে মাঠে নেমেছেন। সম্ভাব্য প্রার্থী সবাই নৌকা প্রতীক চাইছেন। এরই মধ্যে তাঁরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইউনিয়নগুলো হলো—দিলপাশার, অষ্টমনিষা, খানমরিচ ও পার-ভাঙ্গুড়া।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে ২০১৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তিনটিতে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটিতে জয় পায় বিএনপি। পরে ২০০০ সালের অক্টোবরে বাকি দুটি ইউনিয়ন নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
নির্বাচনে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেদায়তুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদশা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনুর রহমান মজনু নৌকা প্রতীক চাইছেন।
অষ্টমনিষা ইউনিয়নে নৌকা প্রতীক চাইছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সাবেক ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মমিনুল ইসলাম।
দিলপাশার ইউনিয়নে নৌকা প্রতীক চাইছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো, মহিলা আওয়ামী লীগের নেত্রী আফিয়া সুলতানা আঁখি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহান মোল্লা।
খানমরিচ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছাদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর-ঊন-নবী মণ্ডল দুলাল মাস্টার ও সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন খান মিঠু নৌকা প্রতীক চাইছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলার চারটি ইউনিয়নের মোট ১৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুকসানা নাছরীন আজকের পত্রিকাকে বলেন, চতুর্থ ধাপে ঘোষিত তফসিলে উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪ ঘণ্টা আগে