পাবনা, ঈশ্বরদী ও আটঘরিয়া প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল বুধবার পাবনার তিনটি উপজেলায় ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পাবনা সদর উপজেলায় সোহেল হাসান শাহীন, আটঘরিয়া উপজেলায় তানভীর ইসলাম ও ঈশ্বরদী উপজেলায় এমদাদুল হক রানা সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ ও গণনা শেষে বুধবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা সদর উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সোহেল হাসান শাহীন মোটরসাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১০০ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে কামিল হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৩৪ ভোট, মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৪০ হাজার ১১৯ ভোট এবং রফিকুল ইসলাম রুমন আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১০১ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৪১.৮০ শতাংশ।
আটঘরিয়া উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রের ফলাফলে তানভীর ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৬৭ ভোট। এ উপজেলায় ভোট পড়েছে ৫৪.৪৫ শতাংশ।
ঈশ্বরদী উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রের ফলাফলে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীকে ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট। এ ছাড়া জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৭ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ২৮.০৯ শতাংশ।
উল্লেখ্য, পাবনার এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর মোট ভোটার ছিলেন ৯ লাখ ৯ হাজার ৮৯১ জন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল বুধবার পাবনার তিনটি উপজেলায় ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পাবনা সদর উপজেলায় সোহেল হাসান শাহীন, আটঘরিয়া উপজেলায় তানভীর ইসলাম ও ঈশ্বরদী উপজেলায় এমদাদুল হক রানা সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ ও গণনা শেষে বুধবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা সদর উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সোহেল হাসান শাহীন মোটরসাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১০০ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে কামিল হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৩৪ ভোট, মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৪০ হাজার ১১৯ ভোট এবং রফিকুল ইসলাম রুমন আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১০১ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৪১.৮০ শতাংশ।
আটঘরিয়া উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রের ফলাফলে তানভীর ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৬৭ ভোট। এ উপজেলায় ভোট পড়েছে ৫৪.৪৫ শতাংশ।
ঈশ্বরদী উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রের ফলাফলে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীকে ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট। এ ছাড়া জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৭ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ২৮.০৯ শতাংশ।
উল্লেখ্য, পাবনার এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর মোট ভোটার ছিলেন ৯ লাখ ৯ হাজার ৮৯১ জন।
নিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৮ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
৩ ঘণ্টা আগে