বগুড়ায় ডোবার ডুবে ২ বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১৭: ১৮

বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকার একটি ডোবা তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই বোন হিমা আকতার (৫) জান্নাতি (আড়াই)। তারা বারপুর উত্তরপাড়া গ্রামের অটোরিকশা চালক হাবিব ইসলামের মেয়ে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবের মা বিপা বেগম বলেন, ‘সকাল ১০টার দিকে দুই বোন খেলতে গিয়ে নিখোঁজ হয়। আমরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে মারা গেছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত