নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তিনি বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই জনসভাকে স্বাগত জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জনসভাকে কেন্দ্র করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। নেতা-কর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা দিচ্ছে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, সদস্যসচিব মামুন-অর-রশিদ, রাজশাহী মহানগর তাঁতি দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি প্রমুখ।
অভিযোগের বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘বিএনপির অভিযোগ সত্য নয়। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না। পুলিশ নিয়মের মধ্যেই কাজ করছে।’
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তিনি বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই জনসভাকে স্বাগত জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জনসভাকে কেন্দ্র করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। নেতা-কর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা দিচ্ছে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, সদস্যসচিব মামুন-অর-রশিদ, রাজশাহী মহানগর তাঁতি দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি প্রমুখ।
অভিযোগের বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘বিএনপির অভিযোগ সত্য নয়। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না। পুলিশ নিয়মের মধ্যেই কাজ করছে।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১৪ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৬ মিনিট আগে