লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন এলাকায়। লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্রায় ৪০ হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে এই খাতে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের, বিশেষ করে রামগতির চর আবদুল্লাহ, চর রমিজ, পোড়াগাছা, চর আলেকজান্ডার, বড়খেরী, কমলনগরের পাটওয়ারীহাট, সাহেবেরহাট, চরকালকিনি, চরফলকন, সদরের চররমনী মোহন, চরমেঘা, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রায় ৪০টি এলাকা প্লাবিত হয়েছে। বাড়িতে পানি ওঠায় জ্বলছে না চুলা। পাশাপাশি টিওবওয়েলগুলো ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম দুর্ভোগে আছে বানবাসী মানুষ। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় পানিবন্দী আছে প্রায় সাড়ে লাখ মানুষ।
এ ছাড়া পশুপালন নিয়ে দেখা দিয়েছে সংকট। পাশাপাশি ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার মেঘনা নদী তীররক্ষা বাঁধের কাজও ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে কাজ করা যাচ্ছে না।
বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, জেলায় প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৪০ হাজার পুকুরের ৯০ শতাংশ মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৫ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয়। এতে মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, যার পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে।
অন্যদিকে শরৎকালীন সবজি ও আমনের বীজতলাসহ প্রায় ১৫ হাজার হেক্টরে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে আরও ১০ কোটি টাকার বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সরকারিভাবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ইতিমধ্যে ৫৭৬ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা এবং তাদের পাশে দাঁড়াতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনসহ সবার সহযোগিতায় এই দুর্যোগ মোকাবিলা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন এলাকায়। লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্রায় ৪০ হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে এই খাতে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের, বিশেষ করে রামগতির চর আবদুল্লাহ, চর রমিজ, পোড়াগাছা, চর আলেকজান্ডার, বড়খেরী, কমলনগরের পাটওয়ারীহাট, সাহেবেরহাট, চরকালকিনি, চরফলকন, সদরের চররমনী মোহন, চরমেঘা, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রায় ৪০টি এলাকা প্লাবিত হয়েছে। বাড়িতে পানি ওঠায় জ্বলছে না চুলা। পাশাপাশি টিওবওয়েলগুলো ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম দুর্ভোগে আছে বানবাসী মানুষ। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় পানিবন্দী আছে প্রায় সাড়ে লাখ মানুষ।
এ ছাড়া পশুপালন নিয়ে দেখা দিয়েছে সংকট। পাশাপাশি ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার মেঘনা নদী তীররক্ষা বাঁধের কাজও ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে কাজ করা যাচ্ছে না।
বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, জেলায় প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৪০ হাজার পুকুরের ৯০ শতাংশ মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৫ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয়। এতে মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, যার পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে।
অন্যদিকে শরৎকালীন সবজি ও আমনের বীজতলাসহ প্রায় ১৫ হাজার হেক্টরে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে আরও ১০ কোটি টাকার বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সরকারিভাবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ইতিমধ্যে ৫৭৬ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা এবং তাদের পাশে দাঁড়াতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনসহ সবার সহযোগিতায় এই দুর্যোগ মোকাবিলা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২০ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩০ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৪৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে