রুয়েটে ক্লাস শুরু ২৪ আগস্ট

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৭: ২২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২৪ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সব বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে সব আবাসিক হলগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 
১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৫তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ–সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি। আজ রোববার বিজ্ঞপ্তি দুটি আজকের পত্রিকার হাতে এসেছে। 
 
এর আগে ১০ আগস্ট উপাচার্য বরাবর এক দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না থাকার জন্য বলা হয়। এ ছাড়া এই আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে পৃথক দুটি অফিস আদেশে জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত