শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেলের চালক নিহত শিশুর বাবা।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের কাটাবাড়িয়া সি-ব্লক এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয় লেনে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
হতাহতরা বগুড়া শহরের মিশন হাসপাতাল থেকে আত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের গৃহবধূ জাকিয়া রেজওয়ানা তাছলিমা (২৫) এবং তাঁর ছেলে তামিম ইশরাত তাসফি (৬)। আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা মোস্তাফিজার রহমান মিঠু (৩৫)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত গতির ট্রাকটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। একই লেনে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এ সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত অবস্থায় চালককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, নিকটাত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখতে মোস্তাফিজার রহমান মিঠু পরিবার নিয়ে বগুড়া শহরের মিশন হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে জানান, মা ও ছেলে নিহত হয়েছেন। মোটরসাইকেল এবং চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালকের নাম-ঠিকানা পরে জানানো হবে।
বগুড়া শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেলের চালক নিহত শিশুর বাবা।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের কাটাবাড়িয়া সি-ব্লক এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয় লেনে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
হতাহতরা বগুড়া শহরের মিশন হাসপাতাল থেকে আত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের গৃহবধূ জাকিয়া রেজওয়ানা তাছলিমা (২৫) এবং তাঁর ছেলে তামিম ইশরাত তাসফি (৬)। আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা মোস্তাফিজার রহমান মিঠু (৩৫)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত গতির ট্রাকটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। একই লেনে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এ সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত অবস্থায় চালককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, নিকটাত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখতে মোস্তাফিজার রহমান মিঠু পরিবার নিয়ে বগুড়া শহরের মিশন হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে জানান, মা ও ছেলে নিহত হয়েছেন। মোটরসাইকেল এবং চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালকের নাম-ঠিকানা পরে জানানো হবে।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৮ মিনিট আগে