ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে বাড়িতে গিয়ে মারধর করে চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পক্ষের আহত হয়েছেন তিনজন। আহতরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা গ্রামের আশরাফ আলী, মোশারফ হোসেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুরুজ্জামান, উজ্জল হোসেন এবং সুমনদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। নুজ্জামানরা ক্ষেতলাল থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাস্তার তদন্ত করে আসেন। আশরাফ আলী, মোশারফ হোসেন পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানদের বাড়িতে আক্রমণ করেন। তাঁদের না পেয়ে নুরুজ্জামানের স্ত্রী জাহিদা বেগম, উজ্জলের স্ত্রী মুর্শিদা বেগম এবং আবুল কালামের ছেলে সুমন রহমানকে বেধড়ক মারপিট করেন। ওই সময় আশরাফ আলী, মোশারফ হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন জোরপূর্বক জাহিদা বেগমের মাথার চুল কেটে দেন।
আশরাফ আলী ও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে তার মা জানান, তারা বাড়িতে নাই।
ভুক্তভোগীর স্বামী নুরুজ্জামান বলেন, তাঁদের বাবা দাদারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেই রাস্তা পেশি শক্তির জোরে বন্ধ করছে তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে অনেক বার গ্রাম্য সালিস হয়েছে আশরাফ ও তাঁর সহযোগীরা বিচার মানে না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে বাড়িতে গিয়ে মারধর করে চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পক্ষের আহত হয়েছেন তিনজন। আহতরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা গ্রামের আশরাফ আলী, মোশারফ হোসেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুরুজ্জামান, উজ্জল হোসেন এবং সুমনদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। নুজ্জামানরা ক্ষেতলাল থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাস্তার তদন্ত করে আসেন। আশরাফ আলী, মোশারফ হোসেন পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানদের বাড়িতে আক্রমণ করেন। তাঁদের না পেয়ে নুরুজ্জামানের স্ত্রী জাহিদা বেগম, উজ্জলের স্ত্রী মুর্শিদা বেগম এবং আবুল কালামের ছেলে সুমন রহমানকে বেধড়ক মারপিট করেন। ওই সময় আশরাফ আলী, মোশারফ হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন জোরপূর্বক জাহিদা বেগমের মাথার চুল কেটে দেন।
আশরাফ আলী ও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে তার মা জানান, তারা বাড়িতে নাই।
ভুক্তভোগীর স্বামী নুরুজ্জামান বলেন, তাঁদের বাবা দাদারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেই রাস্তা পেশি শক্তির জোরে বন্ধ করছে তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে অনেক বার গ্রাম্য সালিস হয়েছে আশরাফ ও তাঁর সহযোগীরা বিচার মানে না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
২৩ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে নতুন আলু তোলা শুরু হয়েছে। খেত থেকেই নতুন এই আলু বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে আগামা জাতের এই আলু কিনে নিয়ে যাচ্ছেন।
২৮ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস হোসেন ও সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেনের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষ হয়।
৩১ মিনিট আগে