রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ময়েন উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার এক দিন পরে নদীতে তাঁর মরদেহ ভেসে উঠেছে। গতকাল শুক্রবার সকালে গোসল করতে নেমে আত্রাই নদ থেকে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস দিনভর অনুসন্ধান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ময়েন উদ্দীন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত মছির উদ্দীনের ছেলে।
ময়েন উদ্দীনের ভাই সুলতান হোসেন জানান, গতকাল শুক্রবার সকালে বাড়ির অদূরে আত্রাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন ময়েন উদ্দীন। তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে দিনভর খুঁজেও তাঁর সন্ধান পায়নি। পরে শনিবার সকালে ময়েন উদ্দীনের মরদেহ ভেসে ওঠে।
আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা নেকবর আলী বলেন, ‘বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে আমরা এবং রাজশাহী থেকে আসা চার সদস্যের ডুবুরি দল যৌথভাবে অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান পাইনি। তবে শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে ময়েন উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার এক দিন পরে নদীতে তাঁর মরদেহ ভেসে উঠেছে। গতকাল শুক্রবার সকালে গোসল করতে নেমে আত্রাই নদ থেকে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস দিনভর অনুসন্ধান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ময়েন উদ্দীন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত মছির উদ্দীনের ছেলে।
ময়েন উদ্দীনের ভাই সুলতান হোসেন জানান, গতকাল শুক্রবার সকালে বাড়ির অদূরে আত্রাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন ময়েন উদ্দীন। তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে দিনভর খুঁজেও তাঁর সন্ধান পায়নি। পরে শনিবার সকালে ময়েন উদ্দীনের মরদেহ ভেসে ওঠে।
আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা নেকবর আলী বলেন, ‘বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে আমরা এবং রাজশাহী থেকে আসা চার সদস্যের ডুবুরি দল যৌথভাবে অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান পাইনি। তবে শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৪ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৯ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩১ মিনিট আগে