বগুড়া প্রতিনিধি
বগুড়া গাবতলী উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত হওয়া পাঁচজনের পরিবারকে ১ লাখ করে মোট ৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া অডিটোরিয়ামে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে এক লাখ করে দেন ডিসি মো. জিয়াউল হক। নিহতের মধ্যে চারজন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং অন্যজন প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে।
নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন, আব্দুর রশিদ (৫০), খোরশেদ (৫৫), আলমগীর (৩৫) ও কুলসুম (৪০)। এ চারজনই গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের বাসিন্দা। নিহত অন্যজন হলেন-৩৫ বছর বয়সী জাকির হোসেন। তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে।
গত ৫ জানুয়ারি (বুধবার) দুপুরে ভোট চলাকালীন গাবতলী উপজেলার রামেশ্বরপুর জাইগুলি গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ফকিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই সময় উত্তেজিত হয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে নারীসহ চারজন নিহত হন।
জানা গেছে, গাবতলী উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বগুড়া শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আহমেদ। ভোট গ্রহণ শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ কেন্দ্রে ফলাফল ঘোষণা না করেই ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যেতে থাকেন। এ সময় নৌকার প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ফকিরের কর্মী-সমর্থকেরা (নারী-পুরুষ) কেন্দ্রেই ভোট গণনা করতে বলেন। একপর্যায়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলি বর্ষণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন।
বালিয়াদিঘী ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ইউনুস আলী ফকির জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ ভোট গ্রহণ শেষে গণনা ও ঘোষণা করেনই ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যেতে চান। ওই সময় তার কর্মী-সমর্থকেরা বাঁধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তাঁর চার কর্মী-সমর্থক নিহত হয়েছেন।
উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পরদিন ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গাবতলী মডেল থানায় মামলা করেন প্রিসাইডিং অফিসার জাকির হোসেন। তিনি জাকির গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তার করা মামলায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম জানান, ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের করা মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আর গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবার থেকেও কোনো মামলা করা হয়নি।
প্রসঙ্গত, পঞ্চম ধাপে গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ৯টি ইউনিয়নে ৫ জানুয়ারি (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
বগুড়া গাবতলী উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত হওয়া পাঁচজনের পরিবারকে ১ লাখ করে মোট ৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া অডিটোরিয়ামে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে এক লাখ করে দেন ডিসি মো. জিয়াউল হক। নিহতের মধ্যে চারজন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং অন্যজন প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে।
নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন, আব্দুর রশিদ (৫০), খোরশেদ (৫৫), আলমগীর (৩৫) ও কুলসুম (৪০)। এ চারজনই গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের বাসিন্দা। নিহত অন্যজন হলেন-৩৫ বছর বয়সী জাকির হোসেন। তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে।
গত ৫ জানুয়ারি (বুধবার) দুপুরে ভোট চলাকালীন গাবতলী উপজেলার রামেশ্বরপুর জাইগুলি গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ফকিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই সময় উত্তেজিত হয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে নারীসহ চারজন নিহত হন।
জানা গেছে, গাবতলী উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বগুড়া শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আহমেদ। ভোট গ্রহণ শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ কেন্দ্রে ফলাফল ঘোষণা না করেই ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যেতে থাকেন। এ সময় নৌকার প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ফকিরের কর্মী-সমর্থকেরা (নারী-পুরুষ) কেন্দ্রেই ভোট গণনা করতে বলেন। একপর্যায়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলি বর্ষণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন।
বালিয়াদিঘী ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ইউনুস আলী ফকির জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ ভোট গ্রহণ শেষে গণনা ও ঘোষণা করেনই ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যেতে চান। ওই সময় তার কর্মী-সমর্থকেরা বাঁধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তাঁর চার কর্মী-সমর্থক নিহত হয়েছেন।
উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পরদিন ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গাবতলী মডেল থানায় মামলা করেন প্রিসাইডিং অফিসার জাকির হোসেন। তিনি জাকির গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তার করা মামলায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম জানান, ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের করা মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আর গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবার থেকেও কোনো মামলা করা হয়নি।
প্রসঙ্গত, পঞ্চম ধাপে গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ৯টি ইউনিয়নে ৫ জানুয়ারি (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে