হত্যা মামলায় সিরাজগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি   
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৯: ১২
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুন নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু শাহীন (৫২), তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের বড় ভাইয়ের স্ত্রী আলেয়া খাতুন বাড়ির পার্শ্ববর্তী সুলতানের ঘরের বারান্দার সঙ্গে বাঁশের বেড়া দেয়।

দুপুরে আব্দুল বাসেদ নদী থেকে গোসল করে বাড়ি ফিরে এসে বাঁশের বেড়া দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় আসামি আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুন ঘটনাস্থলে ছুটে আসলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে আবু শাহীনের হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদের গলায় আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত