সিরাজগঞ্জ প্রতিনিধি
স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোছা. নাহিদ রহমান শরীফ তাঁকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে ওই দিন রাতে অভিযুক্ত সহপাঠী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তার মায়ের মৃত্যুর পর সে চৌহালীতে তার নানার বাড়িতে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী।
একই স্কুলের ছাত্র হওয়ায় অভিযুক্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে ওই কিশোর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর পরিবার বিষয়টি ওই কিশোরের পরিবারকে জানায়। কিন্তু তারা বিয়ে দিতে রাজি হয়নি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করে বিচার না পেয়ে মামলাটি দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ইন্সপেক্টর মোহা. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তি যদি ১৮ বছরের নিচে হয় তাহলে সে শিশু। গ্রেপ্তার ওই কিশোর এখন জিআরও অফিসে আছে। পুলিশ স্কট আসার অপেক্ষায় আছি। স্কট আসলে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হবে।’
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বুধবার রাতে অভিযুক্ত সহপাঠীকে (কিশোর) গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি।’
স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোছা. নাহিদ রহমান শরীফ তাঁকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে ওই দিন রাতে অভিযুক্ত সহপাঠী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তার মায়ের মৃত্যুর পর সে চৌহালীতে তার নানার বাড়িতে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী।
একই স্কুলের ছাত্র হওয়ায় অভিযুক্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে ওই কিশোর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর পরিবার বিষয়টি ওই কিশোরের পরিবারকে জানায়। কিন্তু তারা বিয়ে দিতে রাজি হয়নি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করে বিচার না পেয়ে মামলাটি দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ইন্সপেক্টর মোহা. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তি যদি ১৮ বছরের নিচে হয় তাহলে সে শিশু। গ্রেপ্তার ওই কিশোর এখন জিআরও অফিসে আছে। পুলিশ স্কট আসার অপেক্ষায় আছি। স্কট আসলে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হবে।’
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বুধবার রাতে অভিযুক্ত সহপাঠীকে (কিশোর) গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি।’
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৩ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৮ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩০ মিনিট আগে