লালপুর (নাটোর) প্রতিনিধি
আদালতে মামলার কারণে নাটোরের লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রধান জেলা সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত রোববার সংযোগ সড়কে বালু ভর্তি একটি ট্রাকের চাকা গর্তে পড়ে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়ে যায় চালক ও যাত্রীরা।
জানা যায়, উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় সেতুর নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করতে গেলে স্থানীয় গোপাল চন্দ্র কুণ্ড বাধা দেন। তিনি সেখানে তার ব্যক্তিগত এক শতাংশ জমি দাবি করেন এবং গত ২৭ জুন থানায় মামলা (মামলা নম্বর-২২৬) দায়ের করেন। এ নিয়ে আদালতের নিষেধাজ্ঞার ফলে সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ হয়ে যায়। এতে নির্মিত নতুন সেতু ব্যবহার করতে পারছেন না চালক ও পথচারীরা।
নাটোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম চুক্তি মোতাবেক ২০২০ সালের জানুয়ারি মাসে লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর কাজ শুরু করে। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে। প্রাক্কলন ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। সেতুর দুই পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
ট্রাকের চালক আব্দুল বারেক জানান, ডোমার থেকে বালু ভর্তি ট্রাক নিয়ে গোপালপুরে আসছিলেন। উপজেলা পরিষদের সেতুর সংযোগ রাস্তায় হঠাৎ ট্রাকের চাকা দেবে ভোগান্তিতে পড়েন। অপর একটি ট্রাকে বালু স্থানান্তর করার পর রেহাই পান।
পথচারী তালিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ থাকায় চলাচলের অসুবিধা হচ্ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।
জমির দাবিতে মামলাকারী গোপাল চন্দ্র বলেন, সমঝোতার মাধ্যমে আদালতে মামলার নিষ্পত্তি করা হলে রাস্তা নির্মাণে কোনো বাঁধা থাকবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারী মীর আমিরুল ইসলাম জাহান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর উত্তর পার্শ্বে এক ব্যক্তির মালিকানা সম্পত্তি দাবিতে আদালতে মামলা থাকায় সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা যাচ্ছে না। কাজের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর জন্য ঠিকাদার আবেদন করেছেন। অনুমোদন হলে বাড়তি সময় পাবেন। অন্যথায় পূর্বের চুক্তি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আদালতে মামলার কারণে নাটোরের লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রধান জেলা সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত রোববার সংযোগ সড়কে বালু ভর্তি একটি ট্রাকের চাকা গর্তে পড়ে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়ে যায় চালক ও যাত্রীরা।
জানা যায়, উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় সেতুর নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করতে গেলে স্থানীয় গোপাল চন্দ্র কুণ্ড বাধা দেন। তিনি সেখানে তার ব্যক্তিগত এক শতাংশ জমি দাবি করেন এবং গত ২৭ জুন থানায় মামলা (মামলা নম্বর-২২৬) দায়ের করেন। এ নিয়ে আদালতের নিষেধাজ্ঞার ফলে সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ হয়ে যায়। এতে নির্মিত নতুন সেতু ব্যবহার করতে পারছেন না চালক ও পথচারীরা।
নাটোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম চুক্তি মোতাবেক ২০২০ সালের জানুয়ারি মাসে লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর কাজ শুরু করে। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে। প্রাক্কলন ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। সেতুর দুই পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
ট্রাকের চালক আব্দুল বারেক জানান, ডোমার থেকে বালু ভর্তি ট্রাক নিয়ে গোপালপুরে আসছিলেন। উপজেলা পরিষদের সেতুর সংযোগ রাস্তায় হঠাৎ ট্রাকের চাকা দেবে ভোগান্তিতে পড়েন। অপর একটি ট্রাকে বালু স্থানান্তর করার পর রেহাই পান।
পথচারী তালিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ থাকায় চলাচলের অসুবিধা হচ্ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।
জমির দাবিতে মামলাকারী গোপাল চন্দ্র বলেন, সমঝোতার মাধ্যমে আদালতে মামলার নিষ্পত্তি করা হলে রাস্তা নির্মাণে কোনো বাঁধা থাকবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারী মীর আমিরুল ইসলাম জাহান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর উত্তর পার্শ্বে এক ব্যক্তির মালিকানা সম্পত্তি দাবিতে আদালতে মামলা থাকায় সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা যাচ্ছে না। কাজের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর জন্য ঠিকাদার আবেদন করেছেন। অনুমোদন হলে বাড়তি সময় পাবেন। অন্যথায় পূর্বের চুক্তি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
১৯ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
১৯ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
৩৯ মিনিট আগেকেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
২ ঘণ্টা আগে