বগুড়া অফিস
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেকর্ডরুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল এ কারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষে পুরোনো একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্টসার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেকর্ডরুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল এ কারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষে পুরোনো একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্টসার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪০ মিনিট আগে